Kanna Lyrics (কান্না) Arman Alif Sad Song


Kanna Lyrics by Arman Alif

Kanna Lyrics by Arman Alif :

Kanna Song is Sung by Arman Alif Eid Song. Music Composed by Musfiq Litu And Kanna Song Lyrics In Bengali Written by Arman Alif.

Song : Kanna
Vocal, Lyrics & Tune : Arman Alif
Music : Musfiq Litu
Edit & Director : Md Rasel
Co-Ordinated : Isha Khan Duray
Label : Agniveena

Kanna Song Lyrics in Bengali:

দিনে দিনে মনের কোণে
বাঁধলো কেউ এক বাসা,
যার কারণে ভাঙে গড়ে
শেষ না হওয়া আশা,
আমার তো এই একটাই ভাঙা মন
বারবার তার জোড়া দিলেও
হয়না আর তেমন।

আমার রাগটা গাঢ়, মলিন করি মুখ
কি প্রয়োজন তোমার পাওয়া
নামহীন কোনো সুখ।

এখন ঘুম কোথায় পাই
আমার সেই ঘুমপাড়ানি অপরাধিটাই নাই,
আমি কার কাছে নিই একটুখানি ঠাঁই
ধুলো জমা এই শহরে প্রিয় মেয়েটাই নাই।

তাই কতদিন হয় আগের মতো
ইস্কুল পলাই না,
পুরা নাইটের ব্লক লিস্টের খবরও লই না।

তুমি কাঁদলে পরে হারায় যাবো
সে অভ্যেসও নাই,
আমি টিফিনেরও টাকাতে আর
আবেগ কিনি নাই।

তোরে বাইকের ব্যাক সিটে বসায়
শহর দেখাই না,
তোর আমারে লইয়া বাসায়
বিচার আসে না,
আমি মায়ায় পড়বো ভাইবা
কেউ আর কাজল আঁকে না,
রাত্রি হারায় বোবা মোবাইল
কথা বলে না।

তোমরা দেখতে পেলে বইলো তারে
তার জন্য মন কান্না করে,
তোমরা দেখতে পেলে বইলো তারে
তার জন্য মন কান্না করে
সময় বেরঙিন,
আমার ঘুম ভেঙে গেলে মলিন বালিশ
ভেজে প্রতিদিন,
আমার ঘুম ভেঙে গেলে মলিন বালিশ
ভেজে প্রতিদিন।

তাই কতদিন হয় আগের মতো
ইস্কুল পলাই না,
পুরা নাইটের ব্লক লিস্টের খবরও লই না।

তুমি কাঁদলে পরে হারায় যাবো
সে অভ্যেসও নাই,
আমি টিফিনেরও টাকাতে আর
আবেগ কিনি নাই।

তাই কতদিন হয় আগের মতো
ইস্কুল পলাই না,
পুরা নাইটের ব্লক লিস্টের খবরও লই না।
হায়রে কতদিন আমি জোনাক পোকার
গানও শুনিনা,
কতদিন আমার মায়াবতীর
মুখটা দেখিনা।

কান্না লিরিক্স – আরমান আলিফ :
Dine dine moner kone
Bandhlo keu ek basa
Jar karone vange ghore
Shesh na howa asha
Amar toh ei ektai vanga mon
Bar bar tar jora dileo
Hoyna arr temon
Amar ragta garo, molin kori mukh
Ki proyojon tomar paowa
Naamheen kono sukh
Ekhon ghum kothay pai
Amar sei ghum parani oporadhi tai nai
Ami kar kache ni ektukhani thai
Dhulo joma ei shohore priyo meyetai nai
Tai kotodin hay ager moto iskul polai na
Pura nighet er block list er
khobor o loi na

Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *