Sotti Bolte Paroni Lyrics (সত্যি বলতে পারোনি) Gourab Tapadar | BleedBong


Sotti Bolte Paroni by Gourab Tapadar

Sotti Bolte Paroni Lyrics by Gourab Tapadar :

Sotti Bolte Paroni Broken Love Sad Song Is Sung by Gourab Tapadar from BleedBong Band. Featuring: Bidisha Sardar. Song Lyrics In Bengali Written by Gourab Tapadar.

Song : Sotti Bolte Paroni
Vocal, Lyrics & Tune : Gourab Tapadar
Band : BleedBong
Guitar : Priyam Saha
Bass : Rajarshi Ghosh
Video : Aditya Mukherjee
Model : Bidisha Sardar
Make Up Artist : Aranjana Paul
Mixed by : Gourab
Mastered By : Suraj Saha

Sotti Bolte Paroni Song Lyrics In Bengali :

তুমি আমার চোখে তাকিয়ে
কিছু সত্যি বলতে পারোনি,
সত্যি বলতে পারোনি
তাই কিছু মিথ্যে লুকিয়েছিলে।

তুমি আমার বুকে হাত রেখে
কিছু মিথ্যে বলতে পারোনি,
মিথ্যে বলতে পারোনি
তাই কিছু কথা লুকিয়েছিলে।

সত্যি কথা বারবার বললে মিথ্যে মনে হয়
মিথ্যে কথা বারবার বললে সত্যি মনে হয়,
সত্যি কথা চেঁচিয়ে বললে ভিক্ষে মনে হয়
মিথ্যে কথা চেঁচিয়ে বললে মানুষ জড়ো হয়।

তুমি আমার চোখে তাকিয়ে
কিছু সত্যি বলতে পারোনি,
সত্যি বলতে পারোনি
তাই কিছু মিথ্যে লুকিয়েছিলে।

বেশ তো ছিলে ভালোই
কোনো অজুহাত ছিলো না,
তুমি কেঁদেদিলে বলে
তোমার বিচার হলো না।
বলতে চাইলে শুনতে চাওনা
শুনতে চাইলে বলো না,
আজ আমাদের মাঝে সহস্র
বছরের ফারাক। 

সত্যি কথা বারবার বললে মিথ্যে মনে হয়
মিথ্যে কথা বারবার বললে সত্যি মনে হয়,
সত্যি কথা চেঁচিয়ে বললে মিথ্যে মনে হয়
মিথ্যে কথা চেঁচিয়ে বললে মানুষ জড়ো হয়।

ভুল আবেগের বশে
আমায় জড়িয়ে ধরেছিলে,
কেন এই কথা আজ তুমি
স্বীকার করো না।
লুকিয়ে কেঁদে নিলেও
কেউ জানতে পারে না,
ভাগ্যিস চোখের জলের
কোনো গন্ধ হয় না।

মিথ্যে কথা বারবার বললে সত্যি মনে হয়
সত্যি কথা বারবার বললে মিথ্যে মনে হয়,
তুমি আমার চোখে তাকিয়ে
কিছু সত্যি বলতে পারো নি,
সত্যি বলতে পারো নি
তাই কিছু মিথ্যে লুকিয়েছিলে।
তুমি আমার বুকে হাত রেখে
কিছু মিথ্যে বলতে পারো নি,
মিথ্যে বলতে পারোনি
তাই কিছু কথা লুকিয়েছিলে।

সত্যি বলতে পারোনি লিরিক্স – গৌরব তপাদ্দার :
Tumi amar chkohe takiye
Kichu sotti bolte paroni
Sotti bolte paro ni
Tai kichu mitthey lukiyechile
Sotti kotha barbar bolle mitthe mone hoy
Mitthe kotha barbar bolle sotti mone hoy
Sotti kotha chechiye bolle bhikkhey mone hoy
Mitthe kotha chechiye bolle manush joro hoy

Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *