Ondhokar Ghore Lyrics (অন্ধকার ঘরে) Paper Rhyme Band


Ondhokar Ghore by Paper Rhyme Band

Ondhokar Ghore Lyrics by Paper Rhyme Band :

Ondhokar Ghore Song Is Sung by Paper Rhyme Bangla Band. Nikosh Kalo Ei Adhare Lyrics In Bengali Cover version Song is Sung by Hasan Shams Iqbal, Tonmoy Tansen from Vikings Band And Many Various Artists In Their Own Way. Paper Rhyme Is A Popular Bangladeshi 90s Pop Rock Band. It was Released In 1996 From Soundtek Company.

Song Name : Ondhokar Ghore (1996)
Band Name : Paper Rhyme
Music Label : Soundtek

Paper Rhyme Band Members :
Ahmed Saad : Vocals & Harmonica
Rashed Iqbal : Guitars
Schumann Zaman : Bass
Nasser Haque : Keys
Aninda Kabir Avik : Drums & Percussion
Lyrics were written by : Shammi, Saad &
Nasser and Rashed

Ondhokar Ghore Song Lyrics In Bengali :

অন্ধকার ঘরে, কাগজের টুকরো ছিঁড়ে
কেটে যায় আমার সময়,
তুমি গেছো চলে
যাওনি বিস্মৃতির অতলে,
যেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায়।

রেখেছিলাম তোমায় আমার হৃদয় গভীরে
তবু চলে গেলে এই সাজানো বাগান ছেড়ে,
আমি রয়েছি তোমার অপেক্ষায় ..

নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে,
রয় শুধু নির্জনতা,
নির্জনতায় আমি একা,
একবার শুধু চোখ মেলো
দেখো আজ পথে জ্বালি আলো,
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে।

কিছু পুরোনো গান
কিছু পুরোনো ছবির অ্যালবাম,
এসবই আমার সাথী হয়ে রয়।
কাকডাকা ভোরে
যখন সূর্য ঢুকে ঘরে,
কালো পর্দায় বাধা পেয়ে সরে যায়।

আমার এই জগত বড় আগলে রাখে আমায়
তবু মাঝে মাঝে মনে হয়,
মৃত্যুই কি শ্রেয় নয়,
আমি রয়েছি তোমার অপেক্ষায়..

নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে,
রয় শুধু নির্জনতা,
নির্জনতায় আমি একা,
একবার শুধু চোখ মেলো
দেখো আজ পথে জ্বালি আলো,
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাস টুকু দু’হাতে আঁকড়ে ধরে।

আমার সব গান ধূলোয় মিশে যেতে চায়
অস্তিত্বের প্রয়োজনে,
চাই তোমাকে এখানে
আমি রয়েছি তোমার অপেক্ষায়..

নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে,
রয় শুধু নির্জনতা,
নির্জনতায় আমি একা,
একবার শুধু চোখ মেলো
দেখো আজ পথে জ্বালি আলো,
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাসটুকু দুহাতে আঁকড়ে ধরে।

অন্ধকার ঘরে লিরিক্স – পেপার রাইম ব্যান্ড :
Andhokar ghore kagojer tukro chire
Kete jay amar somoy tumi gecho chole
Jaoni bismritir otole
Jemon shukno ful boier majhe roye jay
Nikosh kalo ei andhare
smritira sob khela kore
Roy shudhu nirjonota
Nirjonotay ami eka
Ekbar sudhu chokh melo
Dekho aaj pothe jwali aalo
Tumi abar ashbe phire
Bishwash tuku duhaate akre dhore

Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *