Pure Jaak Lyrics (পুড়ে যাক) Koushik Chakraborty | Nagar Sankirtan


Pure Jaak Lyrics by Koushik Chakraborty and Nagar Sankirtan

Pure Jaak Lyrics by Koushik Chakraborty :

Pure Jaak Song Is Sung by Koushik Chakraborty from Ebong Koushik Bengali Album. Ure Jaak Tor Ghame Vaja Shesh Chithi Bengali Song Lyrics written by Koushik Chakraborty. Performing Artist Band  Koushik O Nagar Sankirtan.

Song : Pure Jaak
Music & Lyrics : Kaushik Chakraborty
Album : Ebong Koushik
Arunangshu Bagchi : Guitars
Sagar Mondal : Acoustic Guitar
Deep Ghosh : Bass Guitar & Backing Vocals
Bipra Bala : Flute & Backing Vocals
Deepayan Maitra : Keyboards & Melodica
Ujan Mondal : Drums & Percussion

Pure Jaak Song Lyrics In Bengali :

রাত জাগা শহর, আছে পাহারায়
ক্লান্ত ট্রাফিকের চিরনিদ্রায়।
তোকে খুঁজি তবু মাঝে মাঝে
বোবা ট্রাম লাইনের ধার ঘেঁষে
একবার যদি একবার দাঁড়াস শুনে।

আজও তবু তোরই অপেক্ষায়
নোনা লেগে ডায়রীর শেষ পাতায়,
নাবিকের হারানো কম্পাসে
মাপা তোর হৃদয়।

শহরের অলি-গলি বুক ছুঁয়ে
রাত শেষে কান্নায় মুখ ধুয়ে,
এলো চুলে হাওয়ায় উড়িয়ে দিয়ে
লেখা শেষ চিঠি।
উড়ে যাক তোর ঘামে ভেজা শেষ চিঠি
আর মুঠো ভরা বিস্মৃতি
হৃদয়ের আঁচে পুড়ে যাক।

উড়ে যাক, যত ধূলো মাখা অভিমান
আমি গাইব না আর এই গান,
লেখা শেষ চিঠি উড়ে যাক, দূরে যাক
উড়ে যাক, পুড়ে যাক, উড়ে যাক।

রঙচটা নোনা দেয়াল
লেখে গল্প নিজের খেয়ালে,
কার্নিশ ছুঁয়ে ভোর নামে
তোর চোখের আড়ালে।
শেষ চিঠি নীল খামে
ঘামে ভেজে চৌরাস্তার বাতিঘর,
কতোবার দেখা তোর চোখে
চেনা শহরের অবসর।

আজও শুধু তোরই ঠিকানায়
ঘামে ভেজা অস্থির বিছানায়,
লিখে যাবো মৃত্যুর পরোয়ানা
শুধু তোর নামে।
শহরের অলি-গলি বুক ছুঁয়ে
রাত শেষে কান্নায় মুখ ধুয়ে,
এলো চুলে হাওয়ায় উড়িয়ে দিয়ে
লেখা শেষ চিঠি।
উড়ে যাক, তোর ঘামে ভেজা শেষ চিঠি
আর মুঠো ভরা বিস্মৃতি
হৃদয়ের আঁচে পুড়ে যাক..
উড়ে যাক, যত ধূলো মাখা অভিমান
আমি গাইব না আর এই গান,
লেখা শেষ চিঠি উড়ে যাক,
পুড়ে যাক তোর ঘামে ভেজা শেষ চিঠি।

Raat jaga shohor ache paharay
Klanto traffic er chiro nidray
Toke khuji tobu majhe majhe
Boba tram line er dhar ghese
Ekbar jodi ekbar daras shune
Ure jaak joto dhulo makha obhimaan
Ami gaibo na aar ei gaan
Lekha shesh chithi ure jaak dure jaak
Ure jaak pure jaak

Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *