Dushto Ekta Chele Lyrics (দুষ্টু একটা ছেলে) Moyuri | Ankur Mahamud


Dushto Ekta Chele Lyrics by Moyuri Music by Ankur Mahamud

Dushto Ekta Chele Lyrics by Moyuri :

Dushto Ekta Chele Song Is Sung by Moyuri from Shopnojal Bangla Band. Music composd by Ankur Mahamud And Dustu Ekta Chele Bangla Song Lyrics written by Kabir Hasan Bokul. Starring: Nishad And Jhoom. Video Song Story And Directed by Eagle Team.

Song : Dushto Ekta Chele
Singer : Moyuri
Music : Ankur Mahamud
Lyrics & Tune : Kabir Hasan Bokul
DoP : Rajon Hossain Romm
Edit : Imratul Islam
Label : Eagle Music

Dushto Ekta Chele Lyrics In Bengali :

দুষ্টু একটা ছেলে আমায় পাগল করেছে,
সে যে মিষ্টি করে ভালোবাসার পত্র দিয়েছে।
সে যে মোবাইল ফোনে মেসেজ দিয়া ভাব জমাইয়াছে,
অরে মোবাইল ফোনে মেসেজ দিয়া ভাব জমাইয়াছে।
দুস্টু একটা ছেলে আমায় পাগল করেছে,
সে যে মিষ্টি করে ভালোবাসার পত্র দিয়েছে।

আমার ইস্কুল যাওয়ার পথে সে যে বইসা থাকে রোজ,
পিছে পিছে ঘুইরা বেড়ায় নিতে আমার খোঁজ।
আমার বাড়ির পাশে উঁকি মারে করে শুধু পন,
আমি নাকি হয়েছি হায় তার জীবন মরণ।
আমার মিষ্টি মুখের হাসি দেইখা পাগল হইয়াছে,
আমার চোখের কাজল তার মনেতে রং লাগাইয়াছে।
দুস্টু একটা ছেলে আমায় পাগল করেছে,
সে যে মিষ্টি করে ভালোবাসার পত্র দিয়েছে।

আমি নাকি তার হৃদয়ে মিষ্টি একটা পাখি,
ময়না কইয়া পাখি কইয়া করে ডাকাডাকি।
আমারে সে বানাইতে চায় তার জীবনের সাথী,
আমায় নাকি না পাইলে নিভবে জীবন বাত্তি।
আমার মনও এখন যে তার প্রেমে পইড়াছে,
গোপনে সে আমার বাড়ি ঘটক পাঠাইছে।
দুস্টু একটা ছেলে আমায় পাগল করেছে,
সে যে মিষ্টি করে ভালোবাসার পত্র দিয়েছে।
সে যে মোবাইল ফোনে মেসেজ দিয়া ভাব জমাইয়াছে,
অরে মোবাইল ফোনে মেসেজ দিয়া ভাব জমাইয়াছে।
দুস্টু একটা ছেলে আমায় পাগল করেছে,
সে যে মিষ্টি করে ভালোবাসার পত্র দিয়েছে।

Dustu Ekta Chele Amay Pagol Koreche
Se je misti kore bhalobashar potro diyeche
Se je mobile phone e message diya vab jomaiyache
Are mobile phone e message diya bhab jomaiyache
Dushtu Ekta Chele Amay Pagol Koreche
Se je misti kore valobashar potro diyeche
Amar iskul jaowar pothe se je boisha thake rooj
Piche piche ghuira beray nite amar khoj
Amar barir pashe unki maare kore sudhu pon
Ami naki hoyechi haay tar jibon moron
Amar misti mukher hasi deikha pagol hoiache
Amar chokher kajol tar monete rong lagaiyache

Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *