Nil Nirbashon Lyrics (নীল নির্বাসন) – Ghum Ghum Classroom – Chandrabindu


Nil Nirbashon - Chandrabindu

 

 

 

 

 

 

Neel Nirbashon Lyrics In Bengali:

Singer – Upal Sengupta And Poroma
Song: Ghum Ghum Classroom (ঘুম ঘুম ক্লাসরুম)
Band Name – Chandrabindoo
Lyrics & Composed By – Anindya Chattopadhyay

চেনা মুখ, ছুঁয়ে থাকা দৃষ্টি
এলোমেলো আড্ডা, চায়ের গেলাস,
ঘুম ঘুম ক্লাসরুম, পাশে খোলা জানলা
ডাকছে আমাকে, তোমার আকাশ,
ঘুম ঘুম ক্লাসরুম, পাশে খোলা জানলা
ডাকছে আমাকে, তোমার আকাশ –
নীল নির্বাসন, নীল নির্বাসন
নীল নির্বাসন, নীল নির্বাসন।

এমনও সকাল হয় অবিরত অপচয়
ছাইদানী ভরা থাকে মরা আগুনে,
যাও মেঘ বলে দাও আমি ভালো নেই।

জেগে থাকে কথা ক্যান্টিন কোণ
ভোরে বেজে ওঠে যে টেলিফোন,
ফুলে ঢাকা পথ হোক নির্জন
একা পথ পড়ে আছে নির্ঝুম,
ফাঁকা ক্লাসরুম, পাশে খোলা জানলা
ডাকছে আমাকে, তোমার আকাশ,
ঘুম ঘুম ক্লাসরুম, পাশে খোলা জানালা
ডাকছে আমাকে, তোমার আকাশ –

নীল নির্বাসন, নীল নির্বাসন
নীল নির্বাসন, নীল নির্বাসন।

এমনও বিকেল আসে,
তুমি যাও বাইপাসে
অচেনা লোকাল বাসে সন্ধ্যে কাবার
যাও পথ খুঁজে নাও পথ পালাবার।

মনে পড়ে যায় গত জন্মের পাপ
শরীরে রয়েছে চেনা শরীরের ছাপ
তুমি নতমুখে মেনে নিলে অভিশাপ
সাদা হিমঘর জুড়ে শীত ঘুম
ফাঁকা ক্লাসরুম, পাশে খোলা জানালা
ডাকছে আমাকে, তোমার আকাশ
ঘুম ঘুম ক্লাসরুম, পাশে খোলা জানালা
ডাকছে আমাকে, তোমার আকাশ –

চেনা মুখ, ছুঁয়ে থাকা দৃষ্টি
এলোমেলো আড্ডা, চায়ের গেলাস
ঘুম ঘুম ক্লাসরুম, পাশে খোলা জানলা
ডাকছে আমাকে, তোমার আকাশ
ঘুম ঘুম ক্লাসরুম, পাশে খোলা জানলা
ডাকছে আমাকে, তোমার আকাশ
নীল নির্বাসন, নীল নির্বাসন
নীল নির্বাসন, নীল নির্বাসন।

নীল নির্বাসন লিরিক্স :

Chena mukh chuye thaka drishti
Elo melo adda chayer gelash
Ghum ghum classroom Pashe khola janla
Dakche amake tomar akash
Nil nirbashon, Neel nirbason..
Emono shokal hoy obiroto opochoy
Chai-dani bhora thake mora aagune
Jao megh bole dao ami bhalo nei

Jege thaka kotha canteen kon
Bhore beje utothey je telephone
Phule dhaka poth hok nirjon
Eka poth pore ache nijhum

Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *