Deowale Pith Theke Jaak Lyrics (দেয়ালে পিঠ ঠেকে যাক) – Pota – Sada Kalo 2


Deowale Pith Theke Jaak - Pota

 

 

 

 

 

 

Deowale Pith Theke Jaak Lyrics by Pota from Sada Kalo 2 :

Song: Deowale Pith Theke Jaak Aagune (দেয়ালে পিঠ ঠেকে যাক আগুনে)
Album – Shaada Kaalo 2
Singer – Abhijit Barman (Pota)

Deowale Pith Theke Jaak Song Lyrics In Bengali from Sada Kalo 2 Bangla Album. The Song Is Sung by Pota. Dewale Pith Theke Jak Aagune Lyrics Pata ar Moruddyan.

Deowale Pith Theke Jaak Lyrics :

দেয়ালে পিঠ ঠেকে যাক আগুনে
আজ আমি সব কিছু পোড়াবো
প্রয়োজন নেই আর কোনও আশুতির
আজ আমি সব তোকে ভোলাবো। (x2)

তোর পুড়ে খাক হয়ে যাওয়া নিঃশ্বাসে
বেঁচে আছে আজও বারুদের গন্ধটা
তোর একা পেলে ছুটে যাওয়া ভিড় বাসে (x2)
চেটে দেখ লিপস্টিক আজও রঙ চটা।

সেই রঙ চটা স্বপ্নের দেওয়ালটা
আজ তুই ভাঙতে থাক,
মায়াবী কোনও অজুহাতে
আজ সব কিছুই বদলে যাক।
বিপন্ন নাবিকের হাত দুটো
তুই আজ ছেড়ে দে,
কম্পাস তুলে দিয়ে হাতে বলে দে
উত্তর খুঁজে নে.. ও ও হো।

দেয়ালে পিঠ ঠেকে যাক আগুনে
আজ আমি সব কিছু পোড়াবো।
প্রয়োজন নেই আর কোনও আশুতির
আজ আমি সব কিছু ভোলাবো।

তোর পুড়ে খাক হয়ে যাওয়া নিঃশ্বাসে
বেঁচে আছে আজও বারুদের গন্ধটা
তোর একা পেলে ছুটে যাওয়া ভিড় বাসে (x2)
চেটে দেখ লিপস্টিক আজও রঙ চটা।

সেই রঙ চটা স্বপ্নের দেওয়ালটা
আজ তুই ভাঙতে থাক,
মায়াবী কোনও অজুহাতে
আজ সব কিছুই বদলে যাক।
বিপন্ন নাবিকের হাত দুটো
তুই আজ ছেড়ে দে,
কম্পাস তুলে দিয়ে হাতে বলে দে
উত্তর খুঁজে নে.. ও ও হো।

যাওয়া, ফিরে ফিরে যাওয়া
ঘরে ফেরার গানে,
ফেরার টানেই ফিরে যাওয়া (x2)

পথ চেনা ভুল..
নাকি নিজেকে ভুলে
নাকি একা ছিলো মন..
শুধু তোমাকে ঘিরে।
চেনা ছিলও ভিড়..
নাকি একা ছিলও প্রান
জানা অজানা মাঝে..
না ছিলও ব্যাবধান ..

যাওয়া, ফিরে ফিরে যাওয়া
ঘরে ফেরার গানে,
ফেরার টানেই ফিরে যাওয়া ..
ও ও ও হো ..

 

Dewale Pith Theke Jaak Agune
aaj ami shob kichu porabo
Proyojon nei ar kono asutir
aaj ami shob kichu bholabo
Tor pure khak hoye jawa niswashe
Benche ache aajo baruder gondho-ta
Tor eka pele chute jawa bhir bus-e
Chete dekh lipstick aaj-o rong chota
Sei rong chota swapner dewal ta
aaj tui bhangete thak
Mayabi kono ojuhaate aaj shob kichui bodle jaak
Biponno nabiker haath duto tui aaj chere de
Compass tule diye haate bole de uttor khuje ne

Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *