Madhubasanta Lyrics (মধুবসন্ত) Aditi Munshi


Madhubasanta Lyrics (মধুবসন্ত) Aditi Munshi

 Madhubasanta Lyrics in Bengali Devotional Song Is Sung by Aditi Munshi. Music composed by Devjit Roy and Rabindranath Tagore, Kaji Nazrul Islam and Avishek Chattopadhyay has written the Madhubasanta Lyrics. Krishna Mane Kalo Jodi Hoy Krishnachura Lal Keno song mixing by Gautam Deb.

Madhubasanta Song Details :

Song : Madhubasanta
Vocal : Aditi Munshi
Composition : Devjit Roy
Lyricist : Rabindranath Tagore, Kaji Nazrul
Islam And Avishek Chattopadhyay
Director : Aditya Paul
Cinematographer : Aditya Paul & Rohan Paul
Post Production : Cineglass Studio
Promotion : Rohan Paul
Producer : Shankar Halder
Music Label : Suchitra Music

বসন্তের গান মধুবসন্ত গানটি গেয়েছেন অদিতি মুন্সী। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন দেবজিৎ রায়। কৃষ্ণ মানে কালো যদি হয় কৃষ্ণচূড়া লাল কেন মধুবসন্ত গানের লিরিক্স লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও অভিষেক চট্টোপাধ্যায়।

“Madhubasanta” Video :

 

Madhubasanta Lyrics In Bengali :

কৃষ্ণ মানে কালো যদি হয়
কৃষ্ণচূড়া লাল কেন?
কৃষ্ণ মানে কালো যদি হয়
কৃষ্ণচূড়া লাল কেন?
ফাগুনে আবির মেখেছে কালা
ফাগুনে আবির মেখেছে কালা,
রাইবিনোদী বলে শোনো
রাইবিনোদী বলে শোনো।

কুসুমিত বন উথল পবন
মরমে প্রেম ছাওল,
বিসর বিসর বিরহ ত্রাস
মধুবসন্ত আওল।

কানুর প্রেয়সী রাধা যদি হয়
আগুন কেন রাধাচূড়ায়?
আগুনে পুড়েই সোনা খাঁটি হয়
আগুনে পুড়েই সোনা খাঁটি হয়
মোহনের বাঁশি বলে যায়
মোহনের বাঁশি বলে যায়।

গহন কুসুম কুঞ্জ মাঝে
মৃদুল মধুর বংশি বাজে,
বিসরি ত্রাস লোক লাজে
সজনি আও আও লো।

প্রেম যদি করে ব্রজবিহারী
ছল কেন করে রাধে?
রাধারাণী বলে, ছলেতে আমায়
নব নব রূপে বাঁধে।

সখি, বাঁধল বাঁধল ঝুলনিয়া
সখি বাঁধল-বাঁধল ঝুলনিয়া।

প্রেমযমুনায় রঙের উজান
রাঙা হল কালোধলো,
প্রেমযমুনায় রঙের উজান
রাঙা হল কালোধলো,
রাতুল চরণে উঠল ফুটে
এই পৃথিবীর আলো,
রাতুল চরণে উঠল ফুটে
এই পৃথিবীর আলো।

কুসুমিত বন উথল পবন
মরমে প্রেম ছাওল,
বিসর বিসর বিরহ ত্রাস
মধুবসন্ত আওল।

সখি বাঁধল বাঁধল ঝুলনিয়া
সখি-বাঁধল বাঁধল ঝুলনিয়া
সখি, বাঁধল বাঁধল ঝুলনিয়া।

 

মধুবসন্ত লিরিক্স – অদিতি মুন্সী :

Krishno mane kalo jodi hoy
Krishnochura laal keno
Fagune aagun mekheche kala
Raibinodini bole shono
Kusumito bon uthol pobon
Morome prem chaol
Bisor bisor biroho trash
Madhubasanta aaol

Kanur preyoshi radha jodi hoy
Aagun keno radha churay
Aagune pure sona khati hoy
Mohoner banshi bole jaay

Gohono kusum kunjo majhe
Mridul modhur banggshi baaje
Bisor tras lok laaje
Sojoni aao aao lo

Prem jodi kore brojobihari
Chhol keno kore radhe
Radharani bole cholete amay
Nobo nobo rupe bandhe
Sokhi bandhlo bandhlo jhuloniya

Prem jomunay ronger ujan
Ranga holo kalodholo
Ratul chorone uthlo fute
Ei prithibir aalo

Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *