Ruposhi Dohai Tomar Lyrics (রুপসী দোহাই তোমায়) Amrik Singh Arora


Ruposhi Dohai Tomar Lyrics by Amrik Singh Arora

Ruposhi Dohai Tomar Lyrics by Amrik Singh Arora :

Ruposhi Dohai Tomar Song Is Sung by Amrik Singh Arora. Music Composed by Hemanta Mukherjee. Ruposhi Dohay Tomay Lyrics In Bengali Written by Pulak Bandyopadhyay.

 

Song : Ruposhi Dohay Tomar
Singer : Amrik Singh Arora
Singer : Amrik Singh Arora
Music : Hemanta Mukherjee
Lyricist : Pulak Bandyopadhyay
Music Label : T-Series

Ruposhi Dohai Tomar Song Lyrics In Bengali :

রুপসী দোহাই তোমায়
তোমার ওই চোখের পাতায়
আমাকে কাজল লতার কালি করো।
রুপসী দোহাই তোমায়
তোমার ঐ চোখের পাতায়
আমাকে কাজল লতার কালি করো।

ও চোখে কত মধু
কেন যে শুধু শুধু,
ও চোখে কত মধু
কেন যে শুধু শুধু,
আমাকে, তোমার চোখের, বালি করো।
রুপসী দোহাই তোমায়
তোমার ঐ চোখের পাতায়
আমাকে কাজল লতার কালি করো।।

তুমি যে গোলাপ যুথি চম্পা বকুল
বাগানের নাম করা সব বাহারি ফুল,
তুমি যে গোলাপ যুথি চম্পা বকুল
বাগানের নাম করা সব বাহারি ফুল,
তোমাকে করবো যতন
ফোটাবো মনের মতন,
তোমাকে করবো যতন
ফোটাবো মনের মতন,
করোনা, আমায় তোমার, মালী করো।
রুপসী দোহাই তোমায়
তোমার ঐ চোখের পাতায়
আমাকে কাজল লতার কালি করো।।

ও মনে রয়না যেন অন্য কিছুই
ওখানে থাকবো ওগো আমি শুধুই,
ও মনে রয়না যেন অন্য কিছুই
ওখানে থাকবো ওগো আমি শুধুই,
তোমার ওই ভালোবাসায়
কাটাবো জীবন যে হায়,
তোমার ওই ভালোবাসায়
কাটাবো জীবন যে হায়,
করোনা, মনটা তোমার, খালি করো।

রুপসী দোহাই তোমায়
তোমার ঐ চোখের পাতায়
আমাকে কাজল লতার কালি করো,
ও চোখে কত মধু
কেন যে শুধু শুধু,
ও চোখে কত মধু
কেন যে শুধু শুধু,
আমাকে, তোমার চোখের, বালি করো।
রুপসী দোহায় তোমায়
তোমার ঐ চোখের পাতায়
আমাকে কাজল লতার কালি করো
আমাকে কাজল লতার কালি করো
আমাকে কাজল লতার কালি করো।।

রুপসী দোহাই তোমায় গানের লিরিক্স – অমৃক সিং অরোরা :
Ruposhi Dohay Tomar
Tomar oi chokher pathay
Amake kajol lotar kali koro
O chokhe koto modhu
Keno je shudhu shudhu
Amake tomar chokher bali koro
Rupashi Dohai Tomar
Tumi je golap juthi chompa bokul
Baganer naam kora sob bahari ful
Tomake korbo joton fotabo moner moton
Korona amay tomar mali koro
Rupashi Dohay Tomar
Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *