Bhulo Na Kono Din Lyrics (ভুলো না কোনোদিন) Rakta Nadir Dhara


Bhulo Na Kono Din from Rakta Nadir Dhara

 

Bhulo Na Kono Din Lyrics from Rakta Nadir Dhara :

Bhulo Na Kono Din Song Is Sung by Bappi Lahiri And Alka Yagnik from Rakta Nodir Dhara Bengali Movie. Starring : Chiranjeet Chakraborty, Prosenjit Chatterjee, Debashree Roy, Sabyasachi Chakraborty, Dulal Lahiri And Others. Vulo Na Konodin Jara Praan Diyeche Boldina Lyrics In Bengali.

Song : Bhulo Na Kono Din
Movie : Rokto Nodir Dhara
Singer : Bappi Lahiri & Alka Yagnik
Composer : Bappi Lahiri
Lyricist : Pulak Bandyopadhyay
Directed by : Ram Mukherjee

Bhulo Na Kono Din Song Lyrics In Bengali :

ও আমার দেশের মানুষ
গাও স্বরাজের গান,
এই খুশি থাকে সারাজীবন
হৃদয়ে অম্লান।
শুধু ভুলো না কোনোদিন
যারা প্রাণ দিয়েছে বলিদান।

ভুলো না কোনোদিন
যারা প্রাণ দিয়েছে বলিদান,
ভুলোনা,
তাদের জন্য দু’ফোঁটা জল ফেলুক
চোখের তারা,
যাদের রক্তে লাল হয়েছে
রক্ত নদীর ধারা।
রক্ত নদীর ধারা ..
ভুলোনা কোনোদিন
যারা প্রাণ দিয়েছে বলিদান,
ভুলোনা।

দেশের সীমা পাহারা দিতে
কত সোনার ছেলে,
বুকের রক্ত এই মাটিতে
দিয়ে গেছে ঢেলে।

তোমার আমার সুখের জন্য
হারিয়ে গেছে যারা,
যাদের রক্তে লাল হয়েছে
রক্ত নদীর ধারা।
রক্ত নদীর ধারা..
ভুলোনা কোনোদিন
যারা প্রাণ দিয়েছে বলিদান,
ভুলো না।

টুকরো করে দেবে বলে
সোনার এ দেশটা কে,
গুপ্তি চুরি হাতে যারা
বন্ধু সেজে থাকে।

তাদের দলের একজনও কেউ
পায়না যেন ছাড়া,
কিসের ক্ষতি বইলে তখন
রক্ত নদীর ধারা।
রক্ত নদীর ধারা..
ভুল না কোনোদিন
যারা প্রাণ দিয়েছে বলিদান,
ভুলো না।

দেশের সোনা চালান করে
হাত পাকিয়ে যারা,
দেশের মেয়ে করছে চালান
বুঝুক এবার তারা।

হাত গুড়িয়ে দিতে তাদের
এগিয়ে এলো কারা,
কিসের ক্ষতি বইলে নতুন
রক্ত নদীর ধারা।
রক্ত নদীর ধারা..

ভুলো না কোনোদিন
যারা প্রাণ দিয়েছে বলিদান,
ভুলো না।
তাদের জন্য দু’ফোঁটা জল ফেলুক
চোখের তারা,
যাদের রক্তে লাল হয়েছে
রক্ত নদীর ধারা।
রক্ত নদীর ধারা ..

ভুলো না কোনোদিন যারা প্রাণ দিয়েছে বলিদান লিরিক্স :
Bhulo na konodin
Jara pran diyeche bolidan
Tader jonno dufota jol
feluk chokher tara
Jader rokte laal hoyeche
Rokto nodir dhara
Rakta nadir dhara

Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *