Mittha Premer Golpo Lyrics (মিথ্যা প্রেমের গল্প) Sadman Pappu


Mittha Premer Golpo by Sadman Pappu

Mittha Premer Golpo Lyrics by Sadman Pappu :

Mittha Premer Golpo Song Is Sung by Sadman Pappu Bangla Broken Love Sad Song. Starring: Alvi Mamun, Jim And Pappu. Music Composed by Real Ashique And Amar Betha Keu Bojhena Bondhu Tomar Cheye Lyrics Written by Shohag Waziullah.

Song : Mittha Premer Golpo
Singer : Sadman Pappu
Music : Real Ashique
Lyrics : Shohag Waziullah
Tune : Shamim Ashiq
Direction : Sajin Khan
D.O.P : Sani Khan
Label : Suranjoli

Mittha Premer Golpo Song Lyrics In Bengali :

মিথ্যা প্রেমের গল্প বলে
আমায় পাড়িয়ে ঘুম,
জোৎস্না মাখা রাতে তুমি
কাকে দাও যে চুম।
আকাশ কবে তোমার হলো
তুমি হলে তারা,
আমার পথে হয়না এখন
তোমার চলা-ফেরা।

ভালোবাসা তোমার কাছে
হয়তো ছেলেখেলা,
তোমার লাগি পরান আমার
কান্দে সারাবেলা।
আজও আমার ব্যথা কেউ বোঝেনা
বন্ধু তোমার চেয়ে,
তুমি কি আমায় ভুলে গেছো
অন্য মানুষ পেয়ে?

একটি গাছে কয়েকটি ডাল
হাজার হাজার পাতা,
এক হৃদয়ে তুমি আমার
অনেক রঙের ব্যথা।
হৃদয় আমার দোল খেয়ে যায়
তোমার রঙিন পালে,
ইচ্ছে করে এই দুটি হাত
ছোঁয়াই তোমার গালে।

ভালোবাসা তোমার কাছে
হয়তো ছেলে খেলা,
তোমার লাগি পরান আমার
কান্দে সারাবেলা।
আজও আমার ব্যথা কেউ বোঝেনা
বন্ধু তোমার চেয়ে,
তুমি কি আমায় ভুলে গেছো
অন্য মানুষ পেয়ে?

কষ্ট গুলো পাখি হয়ে
উড়তে যদি পারতো,
দানার পালক ছিড়ে ছিড়ে
তোমার গায়ে পড়তো।
দেখতে তুমি সেই পালকে
মুখটি তোমার আঁকা,
একবার হলেও মায়ায় পড়ে
হয়তো দিতে দেখা।

ভালোবাসা তোমার কাছে
হয়তো ছেলেখেলা,
তোমার লাগি পরান আমার
কান্দে সারাবেলা।
আজও আমার ব্যথা কেউ বোঝেনা
বন্ধু তোমার চেয়ে,
তুমি কি আমায় ভুলে গেছ
অন্য মানুষ পেয়ে?

 মিথ্যা প্রেমের গল্প বলে
আমায় পাড়িয়ে ঘুম,
জোৎস্না মাখা রাতে তুমি
কাকে দাও যে চুম।
আকাশ কবে তোমার হলো
তুমি হলে তারা,
আমার পথে হয়না এখন
তোমার চলা-ফেরা।

ভালোবাসা তোমার কাছে
হয়তো ছেলেখেলা,
তোমার লাগি পরান আমার
কাঁদে সারাবেলা।
আজও আমার ব্যথা কেউ বোঝেনা
বন্ধু তোমার চেয়ে,
তুমি কি আমায় ভুলে গেছো
অন্য মানুষ পেয়ে?

মিথ্যা প্রেমের গল্প লিরিক্স – সাদমান পাপ্পু :
Valobasha tomar kache hoyto chelekhela
TOmar laagi poran amar kande sarabela
Aajo amar betha keu bojhena
Bondhu tomar cheye
Tumi ki amay bhule gecho
Onno manush peye

Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *