Amar Praner Pore Lyrics (আমার প্রাণের পরে) Jayati Chakraborty | Jyeshthoputro


Amar Praner Pore by Jayati Chakraborty from Jyeshthoputro Bengali Movie

Amar Praner Pore Lyrics by Jayati Chakraborty :

Amar Praner Pore Rabindra Sangeet Song Is Sung by Jayati Chakraborty from Jyeshthoputro Bengali Movie. Starring: Prosenjit Chatterjee, Ritwick Chakraborty, Sudiptaa, Gargee Roychowdhury And Others. Amar Praner Pore Chole Gelo Ke Song Lyrics In Bengali Written by Rabindranath Tagore. Same Song Is Sung by Indrani Sen, Sraboni Sen, Srikanto Acharya And Many Various Artists in their own way.

Movie : Jyeshthoputro
Song : Amar Praner Pore
Lyrics and Composition : Rabindranath Tagore
Singer : Jayati Chakraborty
Mixed by : Anindit Ray
Story, Screenplay & Director : Kaushik Ganguly
Cinematographer : Sirsha Ray
Art Director : Tanmoy Chakraborty
Produced by : Surinder Films Pvt. Ltd. and
Nideas Creations & Productions Pvt. Ltd.

Amar Praner Pore Song Lyrics In Bengali :

আমার প্রাণের পরে চলে গেল কে
বসন্তের বাতাসটুকুর মতো,
সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে,
ফুল ফুটিয়ে গেল শত শত।

সে চলে গেল, বলে গেল না
সে কোথায় গেলো ফিরে এলো না।
সে যেতে যেতে চেয়ে গেল,
কী যেন গেয়ে গেল।
তাই আপন মনে বসে আছি কুসুম-বনেতে,
তাই আপন মনে বসে আছি কুসুম-বনেতে।

সে ঢেউয়ের মতন ভেসে গেছে,
চাঁদের আলোর দেশে গেছে।
যেখান দিয়ে হেসে গেছে,
হাসি তার রেখে গেছে রে।

মনে হল আঁখির কোণে,
আমায় যেন ডেকে গেছে সে।
আমি কোথায় যাব, কোথায় যাব,
ভাবতেছি তাই একলা বসে।

সে চাঁদের চোখে বুলিয়ে গেল
ঘুমেরও ঘোর।
সে প্রাণের কোথায় দুলিয়ে গেল
ফুলেরও ডোর।
কুসুমবনের উপর দিয়ে
কী কথা সে বলে গেল,
ফুলের গন্ধ পাগল হয়ে
সঙ্গে তারি চলে গেল।
হৃদয় আমার আকুল হল,
নয়ন আমার মুদে এলে রে..
কোথা দিয়ে কোথায় গেল সে,
আমার প্রাণের পরে চোলে গেলো কে।

আমার প্রাণের পরে চলে গেল কে লিরিক্স :
Amar praaner pore chole gelo ke
Bosonter batastukur moto
Se je chuye gelo nuye gelo re
Ful futiye gelo shoto shoto
Se chole gelo bole gelo na
Se kothay gelo phire elo na
Se jete jete cheye gelo
ki jeno geye gelo
Tai apon mone boshe achi kushum bonete

Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *