Mon Amar Foring Hoye Lyrics (মন আমার ফড়িং হয়ে) Surojit Chatterjee | Bhoomi Band


Mon Amar Foring Hoye Lyrics by Surojit Chatterjee from Bhoomi Bangla Band

 

 

 

 

 

Mon Amar Foring Hoye Lyrics by Surojit Chatterjee :

Song : Mon Amar Foring Hoye
Singer : Surojit Chatterjee
Band Name : Bhoomi

Mon Amar Foring Hoye Lyrics In Bengali :

ঝিংকাচিকা, ঝিংকাচিকা, ঝিংকাচিকা ঝিকাংকা

পাগল এক হৃদয় আমি থাকি না ঘরে,
পাগল এক হৃদয় আমি থাকি না ঘরে
ঘুড়ি হয়ে উড়ে যাই, আলোর থেকেও জোরে যাই
ঘুড়ি হয়ে উড়ে যাই, আলোর থেকেও জোরে যাই
চোখ বুজে ভ্রমর আমার এমন মজা নাই রে।

মন আমার ফড়িং হয়ে পদ্ম পাতায় বসে,
মন আমার ফড়িং হয়ে পদ্ম পাতায় বসে
শিশিরের সাথে কেমন পিরিত করে মরে রে,
পিরিত করে মরে।
মন আমার ফড়িং হয়ে পদ্ম পাতায় বসে
শিশিরের সাথে কেমন পিরিত করে মরে রে,
পিরিত করে মরে।

পাগল এই শরীর আমার বড় রাস্তার মোড়ে..
পাগল এই শরীর আমার বড় রাস্তার মোড়ে রে
ধূলো আর বালির সাথে ঘাম ঝরিয়ে পথ হারায়,
ধূলো আর বালির সাথে ঘাম ঝরিয়ে পথ হারায়
দিগ্বিদিক শুন্য এই মানুষ সমুদ্দুরে রে।

মন আমার এক ফালি চাঁদ মাঝবয়েসী রাতে,
মন আমার এক ফালি চাঁদ মাঝবয়েসী রাতে
একটি তারার সাথে কেমন পিরিত করে মরে রে
পিরিত করে মরে।
মন আমার এক ফালি চাঁদ মাঝবয়েসী রাতে
একটি তারার সাথে কেমন পিরিত করে মরে রে
পিরিত করে মরে।

ঝিংকাচিকা, ঝিংকাচিকা, ঝিংকাচিকা ঝিকাংকা

দারুণ এক ঘূর্ণি ঝড়ে অস্তিত্ব দোলে,
দারুণ এক ঘূর্ণি ঝড়ে অস্তিত্ব দোলে রে
ভালো আর খারাপ মিশে একাকার গোলে পিষে,
ভালো আর খারাপ মিশে একাকার গোলে পিষে
এলোমেলো লণ্ডভণ্ড কাণ্ডকারখানা রে তবু।

মন আমার চড়ুই পাখি খেজুর গাছে বসে,
মন আমার চড়ুই পাখি খেজুর গাছে বসে
মেঘগুলোরে ঠোঁটে নিয়ে খাঁচায় বন্দি করে রে
খাঁচায় বন্দি করে।
মন আমার চড়ুই পাখি খেজুর গাছে বসে,
মেঘগুলোরে ঠোঁটে নিয়ে খাঁচায় বন্দি করে রে
খাঁচায় বন্দি করে।
মন আমার চড়ুই পাখি খেজুর গাছে বসে
মেঘগুলোরে ঠোঁটে নিয়ে খাঁচায় বন্দি করে রে
খাঁচায় বন্দি করে।

মন আমার ফড়িং হয়ে পদ্ম পাতায় বসে,
শিশিরের সাথে কেমন পিরিত করে মরে রে
পিরিত করে মরে।
মন আমার এক ফালি চাঁদ মাঝবয়েসী রাতে
একটি তারার সাথে কেমন পিরিত করে মরে রে
পিরিত করে মরে..

ঝিংকাচিকা, ঝিংকাচিকা, ঝিংকাচিকা ঝিকাংকা

Pagol ek hridoy ami thaki na ghore
Ghuri hoye ure jai aalor thekeo jore jai
Chokh buje bhromor amar emon moja nai re
Mon amar foring hoye poddo patay bose
Mon amar phoring hoye podmo patay boshe
Shishire sathe kemon pirit kore more re

Pagol ei shorir amar boro rastar morey re
Dhulo aar balir sathe ghaam jhoriye poth haray
Digbidik shunno ei manus somuddure re
Mon amar ek fali chand majh boyoshi raate
Ekti tarar sathe kemon pirit kore more re

Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *