Bishuddho Bhalobasha (বিশুদ্ধ ভালোবাসা) Lyrics – Shawon Gaanwala


Bishuddho Bhalobasha by Shawon Gaanwala

Bishuddho Bhalobasha Lyrics by Shawon Gaanwala :

Bishuddho Valobasha Thik Jevabe Chai Bangla Romantic Song is Sung by Shawon Gaanwala. Featuring: Tasnuva Tisha And Sumit Sen. Bengali Song Lyrics Written by Tushar Hasan.

Song Name : Bisuddho Valobasa (Thik Jevabe Chai)
Tune & Vocal : Shawon Gaanwala
Lyric :  Tushar Hasan
Music Arrangement : Amzad Hossain
Direction : Tushar Hasan
Art : AR Menon
DOP : Kamrul Islam Shuvo
Edit & Color : Ismail Hossain
Associate Director : Md Zakir Hossain
AD : Mahfuz Roni
Production: Team Chitrokolpo

Bishuddho Bhalobasha Lyrics In Bangla :

তোমার কাছে রঙ আছে রাঙানোর
আদর আছে অভিমান ভাঙানোর।
আমিও খুজে যাই পথ পালানোর
তোমার সাথে এক ঘর বানানোর।
তোমার হাতে রঙিন হব বলে,
সাদাকালোয় থাকি।
একটা ফ্রেমে দুজন রব বলে,
রোদ বাঁচিয়ে
রাখি।
এই তুমি
বল শুনতে
পাচ্ছ কি ?
ছোট ছোট কত ইচ্ছের ডাকাডাকি
বুক পকেট
জুড়ে কথার জোনাকি
কী করে বলো চুপ করে থাকি..
তোমার কাছে রঙ আছে রাঙানোর
আদর আছে অভিমান ভাঙানোর..
আমিও খুঁজে যাই পথ পালানোর
তোমার সাথে এক ঘর বানানোর..
ঠিক যেভাবে
চাই,
বিশুদ্ধ ভালোবাসায়
একসাথে ভোরের আশায়।
বিশুদ্ধ ভালোবাসা।
ঠিক যেভাবে
চাই
বিশুদ্ধ ভালোবাসায়
অস্ফুট ঠোঁটের ভাষায়
বিশুদ্ধ ভালোবাসায়।
আমার গানের প্রিয় কোরাসগুলো,
এখনো লেখা বাকী
যাচ্ছে সময় একটু দেখ তুমি
আসতে পার নাকি।
এই তুমি
বল শুনতে
পাচ্ছ কি ?
ছোট ছোট কত ইচ্ছের ডাকাডাকি
বুক পকেট
জুড়ে কথার জোনাকি
কী করে বল চুপ করে থাকি।
তোমার কাছে রঙ আছে রাঙানোর
আদর আছে অভিমান ভাঙানোর
আমিও খুঁজে যাই পথ পালানোর
তোমার সাথে এক ঘর বানানোর।
ঠিক যেভাবে
চাই.
বিশুদ্ধ ভালোবাসায়
একসাথে ভোরের আশায়।
বিশুদ্ধ ভালোবাসা
ঠিক যেভাবে
চাই
বিশুদ্ধ ভালোবাসায়
অস্ফুট ঠোঁটের ভাষায়
বিশুদ্ধ ভালোবাসায় ..

বিশুদ্ধ ভালোবাসা লিরিক্স :

Tomar
kache rong ache ranganor
Ador ache obhimaan vanganor
Amio khuje jai poth palanor
Tomar sathe ek ghor bananor

Tomar haate rongeen hobo bole
Sada-kaloy thaki
Ekta frame-e dujon robo bole
Rodh bachiye rakhi

Ei tumi bolo shunte pacchi ki
Choto choto koto Iccher dakadaki
Buk pocket jure kothar jonaki
Ki kore bolo chup kore thaki

Thik jevabe chai
Bishuddho valobashay
Ek sathe bhorer ashay
Bishuddho valobasay
Thik jebhabe chai
Bisuddho bhalobashay
Oshfuto thoter ashay
Bishuddho bhalobasay

Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *