Holde Chithi Lyrics – Srikanto Acharya – Bangla Song


Holde Chithi by Srikanto Acharya

Holde Chithi Lyrics by Srikanto Acharya Bengali Song In Memory of Rituparno Ghosh. Bangla Song Lyrics Written by Arna Seal And Music composed by Drono Acharya. Video song Directed by Devoleena Roy.

Singer: Srikanta Acharya
Lyrics: Arna Seal
Composition: Drono Acharya
Music Arrangement: Partha Pal
Guitar: Purab Seal Acharya
Recordist: Gautam Basu (Studio Vibrations)
Video: Devoleena Roy
Subtitles: Proiti Seal Acharya
Digital Partner: Bengal Web Solution

Holde Chithi Lyrics In Bangla :

ভেঙে যায় স্মৃতির শহর মেঘমুলুকের মায়া
ভেঙে যায় স্মৃতির শহর মেঘমুলুকের মায়া
অরণ্যে মিলিয়ে যাচ্ছে মেঘপিয়নের ছায়া (x2)
ছেঁড়া নীল হলদে চিঠি,
ভাসছে হাওয়ায় মেঘের মতন
ছেঁড়া নীল হলদে চিঠি,
ভাসছে হাওয়ায় মেঘের মতন
একরাশ মনকেমনের মনকেমনের সময় এখন,
একরাশ মনকেমনের মনকেমনের সময় এখন।
হেমন্ত সন্ধ্যে নামে,
হেমন্ত সন্ধ্যে নামে দিগনগরে
জানলায় নিঝুম্ টেবিল,
বিষণ্ণ আজ তাসের ঘরে
আজানের স্পর্শে জাগা ভোরবেলা আর হয়না দেখা
আজানের স্পর্শে জাগা ভোরবেলা আর হয়না দেখা
একা রঙ, তুলির প্যালেট, খাতার পাতাও ভীষণ একা
ঝুড়িতে কথার মোড়ক, পড়ছে ধুলো যখন যেমন
ঝুড়িতে কথার মোড়ক, পড়ছে ধুলো যখন যেমন
একরাশ মনকেমনের মনকেমনের সময় এখন,
একরাশ মনকেমনের মনকেমনের সময় এখন।
যে কেবল
পালিয়ে বেড়ায়,
যে কেবল
পালিয়ে বেড়ায় বৃষ্টি হতে
ছুটে যায় পথের বাঁকে, আজ কুয়াশার খবর নিতে
যে শুধু
দুহাত বাড়ায় অনেক আদর মাখতে চাওয়া
যে শুধু
দুহাত বাড়ায় অনেক আদর মাখতে চাওয়া
তাকেই তো মানায় ভালো,
মেঘপিয়নের নৌকো বাওয়া।
ভেসে যায় নৌকো কোথায়,
ফিরবে না আর আগের মতন (x2)
একরাশ মনকেমনের মনকেমনের সময় এখন,
একরাশ মনকেমনের মনকেমনের সময় এখন।

হলদে চিঠি লিরিক্স :

Venge
jaay smritir shohor
meghmuluker maya
Arroney miliye jacche meghpiyoner chaya
Chera neel holde chithi
vashche haway megher moton
Ekrash mon kemoner monkemoner somoy ekhon

Hemonto sondhey naame dignogore
Janlay nujhum table
bishonno aaj tasher ghor
Ajaner sporshe jaga bhorbela aar hoyna dekha
Eka rong tulir palette khatar patao vishon eka
Jhurite kothar morok porche dhulo jokhon tokhon
Ek rash mon kemoner
mon kemoner shomoy ekhon

Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *