Taray Taray Lyrics (তারায় তারায়) James


Taray Taray Lyrics by James

Taray Taray Lyrics by James :

Taray Taray Lyrics Bengali Song Is Sung by James. The Nogor Baul Song Taray Taray Lyrics Extracted From The Poem Uttar Written by The Lagendary Poet Shamsur Rahman. This Song Re Composed by Taposh from Gaan Bangla TV.

Song : Taray Taray
Singer : james
Lyrics : Shamsur Rahman
Produced by : Mahfuz Anam James

Taray Taray Song Video :

Taray Taray Song Lyrics In Bengali :

সুন্দরীতমা আমার,
তুমি নীলিমার দিকে তাকিয়ে
বলতে পারো,
এই আকাশ আমার।

নীলাকাশ রবে নিরুত্তর
মানুষ আমি চেয়ে দেখো,
নীলাকাশ রবে নিরুত্তর
যদি তুমি বলো আমি, একান্ত তোমার।

আমি তারায় তারায় রটিয়ে দেবো
তুমি আমার,
আমি তারায় তারায় রটিয়ে দেবো
তুমি আমার।

ক্যামেলিয়া হাতে এই সন্ধ্যায়
ভালোবেসে যতখুশি,
বলতে পারো, এই ফুল আমার।

ফুল শুধু ছড়াবে সৌরভ
লজ্জায় বলবে না কিছুই,
ফুল শুধু ছড়াবে সৌরভ
লজ্জায় বলবে না কিছুই,
ফুল থাকবে নীরব ..
আমি তারায় তারায়, রটিয়ে দেবো
তুমি আমার,
তারায় তারায় রটিয়ে দেবো
তুমি আমার।

জোছনা লুটালে
তুমি অধিকার নিয়ে,
বলতে পারো, এই জোছনা আমার।

এই চাঁদ খুজবে না উত্তর
একবার যদি বলো,
এই চাঁদ খুজবে না উত্তর
একবার যদি বলো আমাকে,
আমি থাকবো না নির্বাক ..
আমি তারায় তারায়, রটিয়ে দেবো
তুমি আমার,
আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার ..

 

তারায় তারায় লিরিক্স – জেমস :

Sundoritoma amar
Tumi nelimar dike takiye
Bolte paro Ei akash amar
Neelakash robe niruttor
Manush ami cheye dekho
Neelakash robe niruttor
Jodi tumi bolo ami ekanto tomar
Ami Taray Taray Rotiye Debo Tumi amar
Camellia haate ei sondhay
Valobeshe joto khushi
Bolte paaro, Ei ful amaar
Phool sudhu chorabe saurobh
Lojjay bolbe na kichui
Phul thakbe nirob
Ami Taray Taray Rotiye Debo Tumi aamar
Jochona lutale
Tumi odhikaar niye
Bolte paro, Ei jochona amar
Ei chand khujbe na uttor
Ekbaar jodi bolo
Ei chad khujbe na uttar
Ek baar jodi bolo amake
Aami thakbo na nirbaak
Ami Taarai Taarai Rotiye Debo
Tumi amar
Ami Tarai Tarai Rotiye Debo
Ami tomar

In The Voice Of James Taray Taray Song Information In bengali Font : তারায় তারায় গানটি গেয়েছেন জেমস। আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার গানের লিরিক্স লিখেছেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রহমান।

Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *