Bandhobimon (বান্ধবিমন ) Lyrics – Ondho Premik – Timir Biswas


Bandhobimon - Ondho Premik Bengali Album



Bandhobimon Lyrics In Bengali From Ondho Premik Bengali Album: The song is sung by Timir Biswas music composed by Ashu and Abhishek, Bandhobi Mon Andho Premik Album song Lyrics is written by Rajib Chakraborty.

Album: Ondho Premik (2016)
Song Name: Bandhobi Mon (বান্ধবিমন )
Singer: Timir Biswas
Music Composer: Ashu & Abhishek
Lyrics: Rajib Chakraborty

 

Bandhobimon Lyrics In Bengali:

ছলছাতুরির হাওয়ায় তখন ঝরছে পাতা
পাশাপাশি হাটছি দুজন ক্লান্তি নিয়ে
সন্ধ্যেবেলার আকাশ যখন গানের খাতা
মেঘের রিডে হারমোনিয়াম দাও শিখিয়ে,
মেঘের রিডে হারমোনিয়াম দাও শিখিয়ে

ছলছাতুরির হাওয়ায় তখন ঝরছে পাতা
পাশাপাশি হাটছি দুজন ক্লান্তি নিয়ে
সন্ধ্যেবেলার আকাশ যখন গানের খাতা
আমায় মেঘের রিডে হারমোনিয়াম দাও শিখিয়ে,
মেঘের রিডে হারমোনিয়াম দাও শিখিয়ে।

এই শহরে বৃষ্টি আসে জলের দরে
এক মুহুর্তে দেয় ভিজিয়ে চোখের বালি
উল্টো ছাতা সামলে রাখার কি ঝামেলা
ভালোবাসার গান ধরেছে গুলাম আলি,
ভালোবাসার গান ধরেছে গুলাম আলি।

বৃষ্টি ভেজার জন্য আর নেই পরোয়া
জল পিয়ানোর সিম্ফনিতে আঙুল রাখে
ঝগড়া ঝাটির হাল্কা আঁচে উঠছে ধোঁয়া
আমার ব্যার্থ প্রেমের দিব্যি দিলাম কোলকাতাকে
ব্যার্থ প্রেমের দিব্যি দিলাম কোলকাতাকে, হ্যা
ঝুটঝামেলার মধ্যে আবার আধিক্ষেতা
দাঁড়িয়ে আছি তলিয়ে যাওয়ার ঝুঁকি নিয়ে
বান্ধবিমন তোমায় দিলাম উল্টো ছাতা
আমায় মেঘের রিডে হারমোনিয়াম দাও শিখিয়ে,
মেঘের রিডে হারমোনিয়াম দাও শিখিয়ে।

এই শহরে বৃষ্টি আসে জলের দারে
এক মুহুর্তে দেয় ভিজিয়ে চোখের বালি
উল্টো ছাতা সামলে রাখার কি ঝামেলা
ভালোবাসার গান ধরেছে গুলাম আলি ..

Cholchaturir haway tokhon jhorche pata
Pasha-pashi haatchi dujon klanti niye
Sondhey belar akash jokhon gaaner khata
Megher reed-e harmonium dao shikhiye
Megher reed-e harmoniyam dao sikhiye
Ei shohore brishti ashe joler dorey
Ek muhurte dey bhijiye chokher baali
Ulto chata shamle rakhar ki jhamela
Bhalobashar gaan dhoreche Ghulam Ali
Valobashar gaan dhoreche golam aali
Brishti bhejar jonno ar nei poroya
Jol-piyanor Siamphone-te angul rakhe
Jhogra-jhatir halka anche uthche dhowa
Amar bertho premer dibbi dilam kolkata-ke
Bertho premer dibbi dilam kolkata-ke ha
Jhut-jhamelar moddhey abar adikheeta
Dariye achi toliye jawar jhuki niye
Bandhobimon tomay dilam ulto chata
Amay megher reed-e harmonium dao sikhiye
Megher reed-e harmoniyam dao shikhiye
Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *