Ek Hariye Jawa Bondhu Lyrics (এক হারিয়ে যাওয়া বন্ধু) Shayan Bangla Song


Ek Hariye Jawa Bondhu Lyrics by Shayan

Ek Hariye Jawa Bondhu Lyrics by Shayan :

Ek Hariye Jawa Bondhu Lyrics Bengali Song Is Sung by Shayan from ‘Shayaner Gaan’ A Breakthrough Album. Music Composed by And Ek Hariye Jaoa Bondhur Sathe Lyrics In Bengali Written by Farzana Wahid Shayan.

Song : Ek Hariye Jawa Bondhu
Album : Shayaner Gaan
Vocal, Music & Lyrics : Shayan

Ek Hariye Jawa Bondhu Song Video :

Ek Hariye Jawa Bondhu Song Lyrics In Bengali :

এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে
সকাল-বিকেল বেলা,
কত পুরনো-নতুন পরিচিত গান
গাইতাম খুলে গলা,
কত এলোমেলো পথ হেঁটেছি দুজন
হাত ছিলনা তো হাতে,
ছিল যে যার জীবনে দুটো মন
ছিল জড়াজড়ি একসাথে।
কত ঝগড়া-বিবাধ, সুখের স্মৃতিতে
ভরে আছে শৈশব,
তোকে স্মৃতিতে স্মৃতিতে এখনও তো
ভালোবাসছি অসম্ভব।

কেন বাড়লে বয়স ছোট্ট বেলার
বন্ধু হারিয়ে যায়,
কেন বাড়লে বয়স ছোট্ট বেলার
বন্ধু হারিয়ে যায়,
কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড়
হারানোর তালিকায়।।

আজ কে যে কোথায় আছি
কোন খবর নেইত কারো,
অথচ তোর ওই দুঃখগুলোতে
অংশ ছিল আমারও,
এই চলতি জীবন ঘটনাবহূল
দু’এক ইঞ্চি ফাঁকে,
তুইতো পাবিনা আমায়
আর আমিও খুঁজিনা তোকে।

কত সুখ পাওয়া হয়ে গেল
তোকে ভুলে গেছি কতবার,
কত সুখ পাওয়া হয়ে গেল
তোকে ভুলে গেছি কতবার,
তবু শৈশব থেকে তোর গান যেন
ভেসে আসে বার বার।

আজ চলতে শিখে গেছি
তোকে নেই কিছু প্রয়োজন,
তবু ভীষণ অপ্রয়োজনে
তোকেই খুঁজছে আমার মন,
তুই হয়তো ভালই আছিস
আর আমিও মন্দ নেই,
তবু অসময়ে এসে স্মৃতিগুলো বুকে
আঁকিবুকি কাটবেই।

তুই কতদূরে চলে গেলি
তোকে হারিয়ে ফেলেছি আমি,
তুই কতদূরে চলে গেলি
তোকে হারিয়ে ফেলেছি আমি,
এই দুঃখটা হয়ে থাক
এই দুঃখটা বড় দামী।
কেন বাড়লে বয়স ছোট্ট বেলার
বন্ধু হারিয়ে যায়,
কেন হারাচ্ছে সব, বাড়াচ্ছে ভিড়
হারানোর তালিকায়।।

সেই কোন কথা নেই মুখে
শুধু চুপচাপ বসে থাকা,
ছিল যার যার ব্যাথা তার তার বুকে
ছড়িয়ে ছিটিয়ে রাখা,
আমি ভাবিনি তখন ভুলেও এমন
দু’জন দুদিকে যাবে,
বুঝিনি আমার হৃদস্পন্ধন
আমার অচেনা হবে।

এই বিভক্ত পৃথিবীতে
বড় শক্ত বাঁধন ছিল,
এই বিভক্ত পৃথিবীতে
বড় শক্ত বাঁধন ছিল,
হল অহংকারের জয়
সেই বন্ধন ছিঁড়ে গেল।

সেই অহংকারের খেলায় দুজনে
জিতে গেছি একসাথে,
প্রতি ইটের জবাব পাথরে দিয়েছি
বিজয়ের মালা হাতে,
সেই বিজয়উল্লাস প্রতিদ্ধনিত
মূর্ত আর্তনাদে,
আজ বুকের ভিতর মিষ্টি একটা
শৈশব শুধু কাঁদে।

আজ অবেলার অবসরে
কেন লাগছে ভীষণ একা,
আজ অবেলার অবসরে
কেন লাগছে ভীষণ একা,
কত হাজার বছর তোর হাতটাকে
হয়নিতো ছুঁয়ে দেখা।

কেন বাড়লে বয়স ছোট্ট বেলার
বন্ধু হারিয়ে যায়,
কেন হারাচ্ছে সব, বাড়াচ্ছে ভিড়
হারানোর তালিকায়।।

আমি কত-কতবার আঁকি তোর ছবি
ভঙ্গুর কল্পনাতে,
আজও জ্বলে যাই, আজও পুড়ে যাই
তোর দুচোখের অবসাদে।

দ্যাখ্‌, নীল নীল নীল আকাশের মত
অনন্ত হাহাকার,
দেখ, নীল নীল নীল আকাশের মত
অনন্ত হাহাকার,
আজ বুকের ভেতর ভাঙ্গছে-ভাঙ্গছে
ভেঙ্গে সব চুরমার।

কোন শত্রুরও যেন প্রাণের বন্দু
এমন দূরে না যায়,
কোন শত্রুরও যেন প্রাণের বন্দু
এমন দূরে না যায়,
শোন বন্ধু কখনো কোন বন্ধুকে
বলোনা যেন বিদায়।
কেন বাড়লে বয়স ছোট্ট বেলার
বন্ধু হারিয়ে যায়,
কেন হারাচ্ছে সব, বাড়াচ্ছে ভিড়
হারানোর তালিকায়।।

এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে লিরিক্স – সায়ান :
Ek hariye jawa bondhur
sathe sokal-bikal bela
Koto purono notun porichito gaan
gaitam khule gola
Koto elomelo poth hetechi dujon
haath chilona to haate
Chilo je jar jibone duto mon
chilo jora-jori eksathe
Koto jhogra bibaad sukher smiriti-te
bhore ache soishob
Toke smiriti-te smiriti-te
ekhono to bhalobashi osombhob
Keno barle boyosh chotto belar
bondhu hariye jay
Keno harachhe shob, barachhe bhir
haranor talikay
Aaj ke je kothay achi
kono khobor neito karo
Othocho tor oi dukkho-gulote
ongsho chilo amaro
Ei cholti jibon ghotona-bohul
du-ek inchi fanke
Tui to pabina amay
Ar amio khujina toke
Koto sukh paowa hoye gelo
Toke bhule gechi kotobar
Tobu shoishob theke tor gaan jeno
Bhese ashe barbar
Aaj cholte shikhe gechi
Toke nei kono proyojon
Tobu bhishon oproyojone
Tokei khujche amar mon
Tui hoyto bhaloi achis
Aar amio mondo nei
Tobu osomoye eshe smritigulo buke
Ankibuki kaatbei
Tui kotodure chole geli
Toke hariye felechi ami
Ei dukkhota hoye thak
Ei dukkhota boro dami

Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *