Ebhabeo Phire Asha jay Lyrics (এভাবেও ফিরে আসা যায়)


Ebhabeo Phire Asha Jay Lyrics by Chandrabindu Band

Ebhabeo Phire Asha Jay Lyrics Bengali Song Is Sung by Anindya Chatterjee And Upal Sengupta from Chandrabindu Bangla Band. Evabeo Fire Asha Jay Lyrics Composed by Chandrabindoo Band from E Bhabeo Phire Asha Jaye Bengali Album.

Song : Ebhabeo Phire Asha Jay
Singer: Anindya Chatterjee & Upal Sengupta
Band : Chandrabindoo
Music Label : Asha Audio

Ebhabeo Phire Asha Jay Song Video :

Ebhabeo Phire Asha Jay Lyrics In Bengali :

ফিকে হয়ে আসা অন্ধকার
প্লাটফর্মে ধোঁয়া ওঠা চায়ের ভাঁড়,
ফিকে হয়ে আসা অন্ধকার
প্লাটফর্মে ধোঁয়া ওঠা চায়ের ভাঁড়,
জানলার কাঁচটাতে লেগে থাকা শূন্যতা
সশব্দে ছুটে চলে ট্রেন।

ফেলে আসা মুখগুলো ভোরবেলায়
লুকোচুরি আর চোর চোর খেলায়,
ফেলে আসা মুখগুলো ভোরবেলায়
লুকোচুরি আর চোর চোর খেলায়,
কুয়োতলা মুখোমুখি জড়তার বাধা ঠেলে
আমাকে কি কিছু বলছেন ?

বলতে পারিনি তার যেটুকু যা ভাষা ছিল
কেঁপে ওঠা চোখের পাতায়,
তারপর ভোরবেলা ডিঙিয়েছি চৌকাঠ
ভয়ানক সতর্কতায়,
এভাবেও ফিরে আসা যায়,
এভাবেও ফিরে আসা যায় ..

খুনসুটি গানহাসি মেয়ের দল
ভাল লেগে গেল এই মফস্বল,
খুনসুটি গানহাসি মেয়ের দল
ভাল লেগে গেল এই মফস্বল,
বিকেলের রোদ ছিল আর অনুরোধ ছিল
আরএকটা বাউল শোনান।

কটকটি, চেপ্টি, ফুলঝুরি
ডাকবে না নামগুলো বিচ্ছিরি,
কটকটি, চেপ্টি, ফুলঝুরি
ডাকবে না নামগুলো বিচ্ছিরি,
ফের যদি ডাকো তবে
খিমচি বা খামচি অকারণ আদান-প্রদাণ।

বুঝতে পারিনি তার যেটুকু যা ভাষা ছিল
আলগোছে হাতের ছোঁয়ায়,
তারপর ভোরবেলা ডিঙিয়েছি চৌকাঠ
ভয়ানক সতর্কতায়,
এভাবেও ফিরে আসা যায়,
এভাবেও ফিরে আসা যায় ..

আড্ডা বা গান শেষ হয় যখন
কলকাতা কলকাতা মন কেমন,
আড্ডা বা গান শেষ হয় যখন
কলকাতা কলকাতা মন কেমন,
যন্ত্রণা সারা গায়ে ধুচ্ছাই পাড়াগাঁয়ে
ছাইপাঁশ জমা অ্যাশট্রে।

কানে লেগে থাকা সেই আর্তনাদ
দুটো দিন থেকে গেলে পারত না,
কানে লেগে থাকা সেই আর্তনাদ
দুটো দিন থেকে গেলে পারত না,
তাই আড্ডার ঠেকে হোক
সাউথের লেকে হোক,
না জানিয়ে চলে যায় ট্রেন।

চাইতে পারিনি আমি ও চোখের সোজাসুজি
রিকশার ভীষণ তাড়ায়,
হয়ত বা কোনদিন সে সাহস ফিরে পাব
আগামীর কোন সংখ্যায়,
এভাবেও ফিরে আসা যায়,
এভাবেও ফিরে আসা যায় ..

 

Ebhabeo Phire Asha Jay Lyrics In English :

Fike hoye asha andhokar
Platforme dhowa otha chayer bhar
Janlar kanch ta te lege thaka shunnota
so-shobdey chute chole train
Fele asha mukh gulo bhor belay
Lukochuri ar chor chor khelay
Koutola mukho-mukhi jonotar badha thele
amake ki kichu bolchen?

Bolte parini tar je tuku ja bhasa chilo
kepe otha chokher patay
Tarpor bhorbela dingiechi choukath
bhoyanok shotorkotay
Ebhabeo firay asha jae
Evabeo Fire Asha Jay

Khunsuti gaan haasi meyer dool
Valo lege gelo ei mofoswal
Bikeler rod chilo aar anurodh chilo
Aar ekta baul shonan
Kotokoti chepti fuljhuri
Dakbena naam gulo bichchiri
Fer jodi dako tobe
Khimchi ba khamchi okaron adan-prodan

Bujhte parini tar jetuku ja bhasa chilo
Aalgoche haater choway
Tarpor bhorbela dingiyechi choukath
bhoyanok sotorkotay
Ebhabeo phire asha jaay
Ebhabeo phire asa jaay

Adda ba gaan sesh hoy jokhon
Kolkata kolkata mon kemon
Jontrona sara gaaye dhu-chaai paragaaye
Chaaipansh joma ashtray
Kaane lege thaka sei artonad
Duto din theke gele parto na
Tai addar theke hok
South er lake e hok
Na janiye chute chole train

Chaite parini ami o chokher sojasuji
Rikshwar vishon taray
Hoyto ba konodin se sahos phire pabo
Agamir kono sonkhay
E bhabeo Phire Asha Jaye

Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *