Bakyobageesh Doyle Bhire Jai Lyrics (বাক্যবাগীশ) Anupam Roy


Bakyobageesh Doyle Bhire Jai Lyrics by Anupam Roy :

Bakyobageesh Doyle Bhire Jai Song Is Sung by by Anupam Roy from Bakyobageesh Bengali Album. Song Mixed And mastered by Shomi Chatterjee.

Song : Bakyobageesh (Title Track)
Album : Bakyobageesh (2014)
Vocal, Music & Lyrics : Anupam Roy
Drums : Sandipan Parial
Keyboards and Backing Vocals : Nabarun Bose
Bass : Roheet Mukherjee
Guitar : Subhodip Banerjee

Bakyobageesh Doyle Bhire Jai Song Lyrics In Bengali :

জমে ছিল বড় রাস্তার মোড়ে
যত ঠোঙা সব আমাদের কুড়োতেই হবে,
নোংরা করেছি জানি পথঘাট এই আমরাই।
চোখ বুজে বোবা কারখানা শুয়ে থাকে
যত মারামারি যত খুনোখুনি হোক,
নিজের ঘরের ইঁট নড়ে উঠলেই তবে কামড়াই।

অতএব শোনো ভাইয়েরা বোনেরা সব
চশমা পরুক ওই দেবতার দল,
আর বিষয় বস্তু নিয়ে কেটে পড়লেও বেঁচে থাকব।
ডিগবাজি খেয়ে ফিরে আসি যেই আমি
ভিখিরি সাজায় কোনো পরিণতি নেই
কোন গৌরব নেই শুধু প্রাচীন কবির ভুল কাব্য।

পোকা মাকড়ের চেহারায় হয়রান
ভয় পেয়ে গেল বাঙালির সন্তান,
হাত তুলে বসে থাকি ডাকি ভগবান
ফ্লাশ টেনে ধুয়ে যাবে কবে অপমান?
বাক্যবাগীশ দলে ভিড়ে যাই
বাক্যবাগীশ দলে ভিড়ে যাই..

মুখগুলো দেখি যতবার ফাঁকা এই
উপহার তুলে দিলে মানুষের হাতে,
দু বোতল দিন রাত ফুরিয়ে গেলেও কার কি আসে?
আমাদের যায় আসে এই ধূসরে
ক্লান্তির কেশরে ভ্রান্তির ফাঁপরে,
হাঁপিয়ে উঠেছি এই ঘুরপাক ঝিমঝিম আকাশে।

মনে রেখো এই চিরুনির দাঁতে
খুব পরিপাটি আমাদের ন্যাংটো সভ্য
খুব লজ্জা লজ্জা করে তাকাতে পারি না আমি ওদিকে।
এরপর পড়ে থাকে কিছু সাধারণ
মানুষের কঙ্কাল ধানক্ষেত জুড়ে
আর শয্যার পাশাপাশি শিল্প-বিয়োগ ঘটে সহজেই।

পোকা মাকড়ের চেহারায় হয়রান
ভয় পেয়ে গেল বাঙালির সন্তান,
হাত তুলে বসে থাকি ডাকি ভগবান
ফ্লাশ টেনে ধুয়ে যাবে কবে অপমান?
বাক্যবাগীশ দলে ভিড়ে যাই
বাক্যবাগীশ দলে ভিড়ে যাই..

বাক্যবাগীশ দলে ভিড়ে যাই লিরিক্স – অনুপম রায় :
Jome chilo boro rastar more
Joto thonga shob amader kurotei hobe
Nongra korechi jani poth ghat
Ei amrai
Chokh buje boba karkhana shue thake
Joto maramari joto khunokhuni holo
Nijer ghorer eit nore uthlei
Tobe kamrai
Atoeb shono bhaiera bonera shob
Chosma poruk oi debotar dool
Aar bishoy boshtu niye kete porleo
Benche thakbo
Digbaji keheye phire ashi jei ami
Bhikiri sajay kono porinoti nei
Kono gourov nei
Sudhu prachin kobir bhul kabbyo
Poka makorer cheharay hayraan
Bhoy peye gelo bangalir sontan
Haat tule boshe thaki daaki bhogoban
Flush tene dhuye jabe kobe apomaan
Bakyobageesh Dawle Bhire Jaai

Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *