Ami Tomar Sathe Ekla Hote Chai Lyrics (আমি তোমার সাথে একলা হতে চাই)







Ami Tomar Sathe Ekla Hote Chai Lyrics From Star Jalsha Serial Ekhane Aakash Neel. This Song Is Sung By Paroma Banerji. This Serial Starts on September 8, 2008 - May 29, 2010. Cast : Rishi Kaushik, Aparajita Ghosh Das, Saswata Chatterjee, Arindam Sil, Saswati Guha, June Malia, Kamalika Banerjee, Tota, Ushoshi Chakarabarty And others.

Song : Ami Tomar Sathe Ekla Hote Chai (আমি তোমার সাথে একলা হতে চাই)
Singer : Paroma Banerji
Serial Name : Ekhane Aakash Neel
Directed by : Anindo Banerjee & Joydeep Mukherjee


Ami Tomar Sathe Ekla Hote Chai Lyrics In Bengali :

আমি তোমার সাথে একলা হতে চাই,
আমি তোমার সাথে একলা হতে চাই
তোমায় ছুঁয়ে স্বপ্ন সেই স্বপ্নে ভেজা রঙ
রঙের নেশা গন্ধে,
ভালবাসায় নতুন হতে চাই
আলো আর নির্জনতায়
তোমার সাথে একলা হতে চাই
আমি তোমার সাথে একলা হতে চাই

শরীর যেন জানলা,
সেই জানলা জুড়ে আকাশ (x2)
আকাশ ভেঙে বৃষ্টি বৃষ্টিতে ডুবে যাই..
উষ্ণ আবেশে ধন্য, শুধু ভালোবাসারই জন্য
আমি নিজের কাছে অন্য হতে চাই,
আমি তোমায় ছুঁয়ে একলা হতে চাই
তোমার সাথে একলা হতে চাই
তোমায় ছুঁয়ে স্বপ্ন সেই স্বপ্নে ভেজা রঙ
রঙের নেশা গন্ধে,
ভালবাসায় নতুন হতে চাই
আলো আর নির্জনতায়
তোমার সাথে একলা হতে চাই
আমি তোমার সাথে একলা হতে চাই

মেঘের চোখে জ্যোৎস্না,
সেই জ্যোৎস্না ঝোড়ো বাতাস (x2)
বাতাস ভেঙ্গে রোদ্দুর,
রোদ্দুরে ভিজে যাই ...
ডাকছে মায়া অরণ্য,
শুধু একটু ছোঁয়ারই জন্য
আমি তোমার কাছে অন্য হতে চাই
আমি তোমায় ছুঁয়ে অন্য হতে চাই
আমি তোমার সাথে একলা হতে চাই

আমি তোমার সাথে একলা হতে চাই লিরিক্স :

Ami Tomar Sathe Ekla Hote Chai
Tomay chuye swapna Sei swapne veja rong
Ronger e nesha gondhey
Valobashay natun hote chai
Alo ar nirjonotay Tomar sathe ekla hote chai
Ami Tomar Sathe Ekla Hote Chai
Shorir jeno janla Sei janla jure akash
Akash venge brishti Brishti-te dube jai..

Ushno abeshe dhonno
Sudhu valobashari jonno
Ami nijer kache onno hote chai..
Ami tomay chuye ekla hote chai
Tomar Sathe Ekla Hote Chai

Megher chokhe jochna
Sei jochna jhoro batash
Batash bhenge roddur Roddure vije jai
Dakche maya aronno
Sudhu ektu chowari jonno
Ami tomar kache onno hote chai..
Ami tomay chuye onno hote chai
Tomar Sathe Ekla Hote Chai


Add your comment