Dekho Manashi Lyrics (দেখো মানসী) Rupam Islam | Fossils Bangla Band


 

Dekho Manashi Lyrics by Rupam Islam :

Dekho Manashi Song Is Sung by Rupam Islam From Fossils Bangla Band Album Song. Dekho Manoshi Lyrics In Bengali Written by Rupam Islam.

 

Song : Dekho Manashi
Album : Fossils (2002)
Vocal, Composer & Lyricist : Rupam Islam
Deep : guitar, backing vocals & composer
Allan Ao : guitar, backing vocals
Chandramouli : bass, backing vocals
Tanmoy : drums, percussion
Music  Publisher : Asha Audio Company

Dekho Manashi Song Lyrics In Bengali :

দেখো মানসী ওই দিগন্তে দেখো 
ওই জীবনের সীমান্তে উড়ছে পাখি,
ওই পাখিটাও পোষ মেনেছিল একদিন 
ভালবাসায়। 
 
ভালবাসা বলবে কি অন্ধ আকর্ষণ
করতে চাই না আমি তর্ক ভীষণ,
আমার দিক থেকে আজও তোমাকেই
ভালবেসে যাই। 
 
ভালবাসা না হলে কি অনুশাসনের যুগে হঠাৎ
বড় হওয়ার ছন্দটা খুঁজে পেয়ে
মনে মনে লেখা হাজারটা চিঠি
তোমাকে পাঠাই। 
 
সে চিঠি পাওনি তুমি আজকে বুঝেছি যখন
সময় চলে গেছে তোমাকে নিয়ে
আমার থেকে বহুদূরে তুমি
দাঁড়িয়েছ উজ্জ্বলতায় ..
 
আমার থেকে বহুদূরে তুমি
দাঁড়িয়েছ উজ্জ্বলতায়,
আমার থেকে বহুদূরে তুমি
দাঁড়িয়েছ উজ্জ্বলতায় .. হুঁ..
 
অজানা কী নীল ফুল
গোছাগোছা ছিল আঁকা তোমার পোশাকে
তুমি পরে আসতে সবসময়,
সবসময়। 
 
সেই যে নীলের নেশা লাগিয়ে দিয়েছ মনে
আমার জীবনে, 
আর সে নীলকে ভুলবার নয়। 
বাতাস তোমার আসবার কথা বয়ে আনলেই
আমি অপেক্ষা করতাম তোমায় ছোঁয়ার,
ছোঁয়ার ..
 
তুমি পাশে এসে বসতেই কেটে যেত সময়টা
আর এভাবেই কেটে গেছে সময় আমার ..
হুঁ.. ইয়ে ..
 
শোনো মানসী, শোনো কারও হাহাকার
দরজার কাছে দাঁড়িয়ে আমার সাথে
আরেকবার, শুধু একবার …
 
দেখো মানসী, ওই দিগন্তে দ্যাখো
ওই জীবনের সীমান্তে উড়ছে পাখি,
শুধু তোমার ক্ষমতা আছে
পাখিটাকে কাছে ডাকবার,
শুধু তোমার ক্ষমতা আছে
পাখিটাকে ঘরে ফেরাবার। 
 
মানসী তোমার সাথে আলাপচারিতা শুরু
সেই যে হয়েছে,
তাকে শেষ করা যায়নি আজও,
আজও ..
 
মানসী জানি না কোথায় তুমি এ মুহূর্তে 
অনিশ্চয়তা নিয়ে,
কেমনভাবে বেঁচে আছো ?
 
তোমার চলে যাওয়ার আকস্মিকতায়
ভেঙে গেছি আমি আর
শেষ হয়ে গেছে প্রত্যয়,
প্রত্যয় ..
 
মৃত্যু ভয় আমার কোনওদিনই ছিল না
জাঁকিয়ে বসেছে আমায় এখন
জীবনের ভয় ..
 
শোনো মানসী, শোনো কারও হাহাকার
দরজার কাছে দাঁড়িয়ে আমার সাথে,
আরেকবার, শুধু একবার ..
 
দেখো মানসী, ওই দিগন্তে দ্যাখো
ওই জীবনের সীমান্তে উড়ছে পাখি,
শুধু তোমার ক্ষমতা আছে
পাখিটাকে কাছে ডাকবার,
শুধু তোমার ক্ষমতা আছে
পাখিটাকে ঘরে ফেরাবার। 
 
ভালবাসা না হলে কি অনুশাসনের যুগে হঠাৎ
বড় হওয়ার ছন্দটা খুঁজে পেয়ে
মনে মনে লেখা হাজারটা চিঠি
তোমাকে পাঠাই। 
 
সে চিঠি পাওনি তুমি আজকে বুঝেছি যখন
সময় চলে গেছে তোমাকে নিয়ে
আমার থেকে বহুদূরে তুমি
দাঁড়িয়েছো উজ্জ্বলতায় ..
 
আমার থেকে বহুদূরে তুমি
দাঁড়িয়েছ উজ্জ্বলতায়,
আমার থেকে বহুদূরে তুমি
দাঁড়িয়েছ উজ্জ্বলতায়,
আমার থেকে বহুদূরে তুমি
দাঁড়িয়েছ উজ্জ্বলতায়,
আমার থেকে বহুদূরে তুমি
দাঁড়িয়েছ উজ্জ্বলতায়। 
দেখো মানসী লিরিক্স – রূপম ইসলাম :
Dekho manoshi Oi digonte dekho
Jiboner shimante urche pakhi
Oi pakhitao posh menechilo ekdin
Valobashay
Valobasha bolbe ki andho akorshon
Korte chai na ami torko vishon
Amar dik theke aajo tomake valobeshe jai
Valobasha na hole ki
anusashoner juge hotath,
Boro howar chondo ta khuje peye
Mone mone lekha hajar ta chithi
tomake pathai
Se chiti paoni tumi
aajke bujhechi jokhon,
Shomoy chole geche tomake niye,
Amar theke bohu dure tumi
dariyecho jolotay
Ajana ki neel phul
Gocha gocha chilo anaka tomar poshake
Tumi pore ashte sobsomoy sobsomoy
Sei je niler nesha lagiye diyecho mone
Amar jibone, Aar se nil ke bhulbar noy
Batas tomar ashbar kotha boye anlei
Ami opekhha kortam tomay chowar
Tumi pashe eshe bostei
kete jeto shomoy tar,
Evabei kete geche somoy amar
Shono manoshi, shono karo hahakar
Dorjar kache dariye amar sathe
aar ekbaar shudhu ekbaar
Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *