Ekbar Bol Nei Lyrics by Anupam Roy :
From Bengali Movie Baishe Shrabon. Starring: Prosenjit Chatterjee, Parambrata, Abir And Raima Sen.Movie Name - Baishe Shrabon (2011)
Song: Ekbar Bol Nei Tor Keu Nei (একবার বল নেই তোর কেউ নেই)
Singer, Composer & Lyricist : Anupam Roy
Writer & Director - Srijit Mukherji
Music Label: SVF
Ekbar Bol Nei Lyrics In Bengali :
যেখানে শুরুর কথা বলার আগেই শেষ
সেখানে মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া
আমারই অভ্যেস।
যেখানে রোদ পালানো বিকেল বেলার ঘ্রাণ
সেখানেই ছুটবো ভাবি
গিলবো গল্প ভুল হবে বানান।
এই বুঝি ফসকালো হাত, আর কালো রাত
করে সময় গেল আয়োজনে।
প্রত্যেক দিন ভয় পাওয়া
সব ইচ্ছেগুলো অনেক ঝড়ের শব্দ শোনে।
একবার বল নেই তোর কেউ নেই
কেউ নেই, কেউ নেই (x2)
একবার বল নেই তোর কেউ নেই
তোর কেউ নেই।
যেভাবে দৃশ্য অনেক গিলছে আমায় রোজ
সেভাবেই আড়াল পেলে ভাঙছি আমি
হচ্ছি যে নিখোঁজ।
যেখানে ডাক পাঠালে মৃতদেহের ভিড়ে
সেখানেই তুলছি ছবি টলছি নেশায়
আসছি আবার ফিরে।
এই বুঝি ফস্কালো হাত, আর কালো রাত
করে সময় গেল আয়োজনে।
প্রত্যেক দিন ভয় পাওয়া
সব ইচ্ছেগুলো অনেক ঝড়ের শব্দ শোনে।
আজ শেষমেষ নেই তোর কেউ নেই
কেউ নেই, কেউ নেই (x3)
একবার বল নেই তোর কেউ নেই
তোর কেউ নেই।
এ.হে, তোর কেউ নেই
ও. হো, তোর কেউ নেই।
একবার বল নেই তোর কেউ নেই লিরিক্স :
Jekhane
shurur kotha bolar agei sesh
sekhane
mukh dubiye
khujhte
chawa amar e oveysh
Jekhane
rod palano bikel belar ghran
Sekhane
chutbo vavi gilbo golpo bhul hobe banan
Ei
bujhi foshkalo haath ar kalo raat
kore
shomoy gelo ayojone
Proteek
din bhoy pawa shob
ichhe
gulo onek jhorer shobdo shone
Ekbar
bol nei tor keu nei keu nei
Tags: Anupam Roy, Bengali Lyrics
Add your comment