Bulbul Pakhi Moyna Tiye Lyrics (বুলবুল পাখি ময়না টিয়ে) – Antara Chowdhury


Bulbul Pakhi Moyna Tiye - Antara Chowdhury

Bulbul Pakhi Moyna Tiye Lyrics :

Album – Chotoder Gaan (Primary Label Children Songs)
Singer – Antara Chowdhury
Lyric & Composition – Salil Chowdhury

বুলবুল পাখি ময়না টিয়ে
আয় না যা না গান শুনিয়ে (x2)
দূর দূর বনের গান,
নীল নীল নদীর গান
দুধভাত দেব সন্দেশ মাখিয়ে।
বুলবুল পাখি ময়না টিয়ে
আয় না যা না গান শুনিয়ে।

ঝিলমিল ঝিলমিল ঝর্ণা যেথায়
কুলকুল কুলকুল রোজ বয়ে যায়
ব্যাঙ্গমা ব্যাঙ্গমী গল্প শোনায়
রাজার কুমার পক্ষীরাজ চড়ে যায়।
ভোরবেলা পাখনা মেলে দিয়ে তোরা,
এলি কি বল না সেই দেশ বেড়িয়ে ?
বুলবুল পাখি ময়না টিয়ে
আয় না যা না গান শুনিয়ে।

কোন গাছে কোথায় বাসা তোদের ?
ছোট্ট কি বাচ্চা আছে তোদের ?
দিবি কি আমায় দুটো তাদের ?
আদর করে আমি পুষবো তাদের।
সোনার খাঁচায় রেখে ফল দেবো খেতে
রাধে কৃষ্ণ নাম দেব শুনিয়ে।

বুলবুল পাখি ময়না টিয়ে
আয় না যা না গান শুনিয়ে
দূর দূর বনের গান,
নীল নীল নদীর গান
দুধভাত দেব সন্দেশ মাখিয়ে।
বুলবুল পাখি ময়না টিয়ে
আয় না যা না গান শুনিয়ে।

Bulbul pakhi moyna tiye
Aye na ja na gaan shuniye
Dur dur boner gaan Nil neel nodir gaan
Dud-bhat debo sondesh makhiye
Bul bul pakhi moyna tiye
Aay na ja na gaan suniye
Jhilmil jhil-mil jhorna jethay
Kulkul kul-kul rooj boye jay
Bengoma Bengomi golpo shonay
Rajar kumar pokkhiraj chore jay
Bhor bela pakhna mele diye tora
Eli – ki bolna – sei desh beriye
Bulbul pakhi moyna tiye
Aye na ja na gaan suniye
Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *