BENIMADHAB LYRICS (বেণীমাধব) Lopamudra Mitra


BENIMADHAB - Lopamudra Mitra

.

Benimadhab Lyrics In Bengali:

Singer – Lopamudra Mitra
Music Director – Samir Chatterjee 
Lyricist – Joy Goswami
Label – Saregama India Ltd

বেণীমাধব, বেণীমাধব,
তোমার বাড়ি যাবো
বেণীমাধব, তুমি কি আর,
আমার কথা ভাবো ?
বেণীমাধব, মোহনবাঁশি তমাল তরুমূলে
বাজিয়েছিলে আমি তখন মালতী ইস্কুলে
ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর
বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর
আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি
আলাপ হলো বেণীমাধব, সুলেখাদের বাড়ি
বেণীমাধব, বেণীমাধব,
লেখাপড়ায় ভালো
শহর থেকে বেড়াতে এলে,
আমার রঙ কালো
তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে
বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে
কুঞ্জে অলি গুঞ্জে তবু, ফুটেছে মঞ্জরী
সন্ধ্যেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি
আমি তখন নবম শ্রেণী, আমি তখন ষোলো
ব্রীজের ধারে বেণীমাধব,
লুকিয়ে দেখা হলো
বেণীমাধব, বেণীমাধব, এতদিনের পরে
সত্যি বলো, সে সব কথা এখনো মনে পড়ে?
সে সব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে
আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে
দেখেছিলাম আলোর নীচে অপূর্ব সে আলো
স্বীকার করি, দুজনকেই মানিয়েছিলো ভালো
জুড়িয়ে দিলো চোখ আমার, পুড়িয়ে দিলো চেখ
বাড়িতে এসে বলেছিলাম, ওদের ভালো হোক
রাতে এখন ঘুমাতে যাই একতলার ঘরে
মেঝের উপর বিছানা পাতা, জ্যো‍‍‌ৎস্না এসে পড়ে
আমার পরে যে বোন ছিলো চোরা পথের বাঁকে
মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে
আজ জুটেছে, কাল কী হবে?
কালের ঘরে শনি
আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি
তবু আগুন, বেণীমাধব, আগুন জ্বলে কই?
কেমন হবে, আমিও যদি নষ্ট মেয়ে হই?
বেণীমাধব, বেণীমাধব,
তোমার বাড়ি যাবো (x4)

কবিতা : মালতীবালা বালিকা বিদ্যালয় 
কবি : জয় গোস্বামী 
আবৃত্তি : মুনমুন মুখার্জী 
Benimadhab, Benimadhab tomar bari jabo
Benimadhob tumi ki ar amar kotha bhabo
Benimadhob, mohanbanshi tomal torumule
Bajiyechile ami takhon maloti school-e
Deske bose anko kori chotto class-ghor
Baire didimonir pashe didimonir bor
Ami tokhon nabam shreni, ami tokhon sari
Aalap holo, Benimadhab Sulekhader bari
Benimadhov, Benimadhav lekha-poray bhalo
Sohor theke berate ele amar rong kalo
Tomay dekhe ek doure paliye gechi ghore
Benimadhab, amar baba dokane kaaj kore
Kunje oli gunje tobu, futeche manjori
Sondhyebela porte bose onke bhul kori
Ami takhon nabam shreni ami takhon sholo
Bridger dhare, Benimadhab, lukiye dekha holo
Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *