Phiriye Dewar Gaan Lyrics (ফিরিয়ে দেওয়ার গান) Rupam Islam | Hemlock Society


 

Phiriye Dewar Gaan Lyrics by Rupam Islam :

Phiriye Dewar Gaan Song Is Sung by Rupam Islam From Hemlock Society Bengali Movie. Music Composed By And Firiye Deoar Gaan Lyrics In Bengali Written by Anupam Roy. Starring: Parambrata Chatterjee And Koel Mallick.

SOng : Phiriye Dewar Gaan
Movie : Hemlock Society
Singer : Rupam Islam
Music & Lyrics : Anupam Roy
Director : Srijit Mukherji
Producer : Shree Venkatesh Films

Phiriye Dewar Gaan Song Lyrics In Bengali :

ভেবেছিলাম তোকে ফিরিয়ে দেবো আমি
ভেবেছিলাম ঘুরে তাকাবো না,
ভেবেছিলাম তোকে পুড়িয়ে ফেলবো আমি
ভেবেছিলাম উড়িয়ে দেবো ছাই।

কিচ্ছু পারলাম না, শুধু বাড়লো ওজন বুক
সুখী গাল বোঝে না, কবিদের অসুখ,
পাতলা ঠোঁটের ডগায়, সাজানো গল্পের খই
তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই,
এভাবে গাছপালার স্নেহ দিয়ে ঢাকা,
থাক সে পথ ফাঁকা
থাক তোর ডাকে সাড়া
দেবো না, দেবোনা, না, না,
শত বসন্তের আদরে যেই,
রেখেছি বালিশে ঘুম
থাক পাতার ভাঁজে রাখা,
আমার এই ভালো লাগা।

আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না,
নরম আঙুল কেটে যাবে
উপড়ে নেব নিজেকে …

ভেবেছিলাম, তোকে নিভিয়ে ফেলব আমি
ভেবেছিলাম তারা ফোটাবো না,
ভালো হত, পেলে সময় অফুরন্ত
ফুরিয়ে যায়, ফিরিয়ে দেওয়া গান।

কেন ভাঙছে আকাশ, আমি ভাঙছি না,
হয়ত তোর ভেতরেও একই অবস্থা।
পাতলা ঠোঁটের ডগায়, সাজানো গল্পের খই
তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই,
এভাবে গাছপালার স্নেহ দিয়ে ঢাকা,
থাক সে পথ ফাঁকা,
থাক তোর ডাকে সাড়া
দেবোনা, দেবো না, না, না,
শত বসন্তের আদরে যেই,
রেখেছি বালিশে ঘুম
থাক পাতার ভাঁজে রাখা,
আমার এই ভালো লাগা।

আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না,
নরম আঙুল কেটে যাবে
উপড়ে নেবো নিজেকে..

বুঝবি না, তোর ক্ষতয় হাত বোলালে
জানবি না, কেন যে চোখ ঢাকি,
বুঝবি না, কেন ওপাশ ফিরে শুলে
জানতে চাস না, কেন এভাবে থাকি।

কেন প্রশ্ন এড়াস, আমি ঠকবো না
বিশাল ফারাক আছে, তা কি বুঝিস না?
পাতলা ঠোঁটের ডগায়, সাজানো গল্পের খই
তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই,
এভাবে গাছপালার স্নেহ দিয়ে ঢাকা,
থাক সে পথ ফাঁকা
থাক তোর ডাকে সাড়া
দেবো না, দেবোনা, না, না,
শত বসন্তের আদরে যেই,
রেখেছি বালিশে ঘুম
থাক পাতার ভাঁজে রাখা,
আমার এই ভালো লাগা।

আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না,
নরম আঙুল কেটে যাবে
উপড়ে নেব নিজেকে।

ফিরিয়ে দেওয়ার গান লিরিক্স – রূপম ইসলাম :
Bhebechilam toke phiriye debo ami
bhebechilam ghure takabo na
Vebechilam toke puriye felbo ami
bhebechilam uriye debo chai
Kicchu parlam na sudhu ojon buk
Sukhi gal bojhe na kobider osukh
Patla thoter dogay sajano golper khoi
Toke firiye dewa uchit oboshoi
Ebhabe gach palar sneho diye dhaka
Thak se poth faka, Thak tor dake sara
debona debona na na
Shoto bosonter adore jei
rekhechi balishe ghum
Thak paatar bhaanje rakha
amar ei bhalo-laga
Amake ghuri bhebe oras na
Norom angul kete jabe
Upre nebo nijeke ..

Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *