DIDIMONI LYRICS – JAMES – Shelai Didimoni


Didimoni by James

 

Didimoni Lyrics by James from Ami Tomaderi Lok Bangla Album All Songs Composed and concept by Nogor Baul Bangla Band Shelai Didimoni Full Song Lyrics.

Song Name: Selai Didimoni
Album: Ami Tomaderi Lok (2003)
Singer: James
Band: Nogor Baul


Band Members :

James: Vocal and Lead Guitar
Funty: Drums & Percussions
Asad: Keyboards
Babu: Bass

Didimoni Lyrics by James :

এই দিদিমণি, দিদিমণি
সেলাই দিদিমণি,
ছলো ছলো চোখে সেই দিদিমণি।
আরে দিদিমণি, দিদিমণি
সেলাই দিদিমণি, হো.. দিদিমণি।

এই শহরে তোমার পাশে, আমিও যে থাকি
ও লাল টুকটুক সেলাই দিদিমণি,
আরে দিদিমণি নিও তুমি আমার ভালবাসা,
তোমার চোখে দেখি আমি,
রঙ্গিন দিনের আশা।
লাল টুকটুক, লাল টুকটুক, দিদিমণি
লাল টুকটুক, লাল টুকটুক, দিদিমণি।

আরে উদয় অস্ত খাটো তুমি
ঝরাও দেহের ঘাম,
মহাজনও দেয় কি তোমার
ঘামের সঠিক দাম।

কখনও তুমি শিল্পী আর
কখনও তুমি নারী,
কখনও তুমি প্রেমিকা আর
কখনও প্রতিবাদী।

এই শহরে তোমার পাশে, আমিও যে থাকি
ও লাল টুকটুক সেলাই দিদিমণি,
দিদিমণি নিও তুমি আমার ভালোবাসা,
তোমার চোখে দেখি আমি,
ও রঙ্গিন দিনের আশা।
লাল টুকটুক, লাল টুকটুক, দিদিমণি
লাল টুকটুক, লাল টুকটুক, দিদিমণি।

আরে চলতি পথে তোমার সাথে যখনি হয় দেখা
ইচ্ছে করে শুধায় তোমার মনের দুটি কথা,
কার লাগিয়া ছলো ছলো কাজল দুটি আঁখি,
কেউ কি তোমায় কথা দিয়ে কথা রাখেনি।

এই শহরে তোমার পাশে, আমিও যে থাকি
ও লাল টুকটুক সেলাই দিদিমণি,
দিদিমণি নিও তুমি আমার ভালোবাসা,
তোমার চোখে দেখি আমি,
রঙ্গিন দিনের আশা।
লাল টুকটুক, লাল টুকটুক, দিদিমণি।

এই দিদিমণি, দিদিমণি,
সেলাই দিদিমণি,
ছলো ছলো চোখে সেই দিদিমণি।
আরে দিদিমণি, দিদিমণি
সেলাই দিদিমণি, হো.. দিদিমণি।

এই শহরে তোমার পাশে, আমিও যে থাকি
ও লাল টুকটুক সেলাই দিদিমণি,
দিদিমণি নিও তুমি আমার ভালোবাসা,
তোমার চোখে দেখি আমি,
রঙ্গিন দিনের আশা।
লাল টুকটুক, লাল টুকটুক, দিদিমণি।

Ei Didimoni, Didimoni
Shelai Didimoni
Cholo cholo chokhe sei Didimoni
Are Didimoni, Didimoni
Selai Didimoni ho.. Didimoni
Ei Shohore tomar pashe
ami-o je thaki
O Lal tuk tuk selai Didimoni

Are Didimoni nio tumi
amar bhalobasha
Tomar chokhe dekhi ami
rongeen diner asha..
Lal tuk tuk, Lal tuk tuk Didimoni
Lal tuk tuk, Lal tuk tuk Didimoni

Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *