Hathat Dekha Poem Lyrics (হঠাৎ দেখা) Rabindranath Tagore


Hathat Dekha Poem Lyrics (হঠাৎ দেখা) Rabindranath Tagore
Hathat Dekha Bengali Poem Lyrics Recited by Legendary Soumitra Chatterjee for the film Praktan. Poem Written by Rabindranath Tagore

Hathat Dekha Poem Lyrics by Rabindranath Tagore :

Hathat Dekha Bengali Poem Lyrics Recited by Legendary Soumitra Chatterjee for the film Praktan, directed by Nandita Roy and Shiboprosad Mukherjee. Starring Prosenjit Chatterjee And Rituparna Sengupta. Hothat Dekha Bengali Poem Lyrics Written by Rabindranath Tagore. Same Bengali Poem Recited by Dr Amartya Saha, Santu Mukhopadhyay, Jayanta Chattopadhyay, Shyamolipi Shyama, Shimul Mustapha, Samya Karpha And Many Various Artists In Their Own Way.

Poem : Hathat Dekha
Written by : Rabindranath Tagore

Hathat Dekha Bengali Poem Video :

Hothat Dekha Bengali Poem Lyrics In Bengali :

রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা,
ভাবিনি সম্ভব হবে কোনোদিন।
আগে ওকে বারবার দেখেছি
লালরঙের শাড়িতে
ডালিম ফুলের মতো রাঙা।

আজ পরেছে কালো রেশমের কাপড়,
আঁচল তুলেছে মাথায়
দোলনচাঁপার মতো চিকন-গৌর মুখখানি ঘিরে।

মনে হল, কালো রঙে একটা গভীর দূরত্ব
ঘনিয়ে নিয়েছে নিজের চার দিকে,
যে দূরত্ব সর্ষে-খেতের শেষ সীমানায়
শালবনের নীলাঞ্জনে।

থমকে গেল আমার সমস্ত মনটা,
চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে।
হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে
আমাকে করলে নমস্কার।
সমাজবিধির পথ গেল খুলে,
আলাপ করলেম শুরু –
কেমন আছ, কেমন চলছে সংসার ইত্যাদি।
সে রইল জানলার বাইরের দিকে চেয়ে
যেন কাছের দিনের ছোঁয়াচ-পার হওয়া চাহনিতে।
দিলে অত্যন্ত ছোটো দুটো-একটা জবাব,
কোনোটা বা দিলেই না।
বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় –
কেন এ-সব কথা,
এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা।
আমি ছিলেম অন্য বেঞ্চিতে ওর সাথিদের সঙ্গে।
এক সময়ে আঙুল নেড়ে জানালে কাছে আসতে।
মনে হল কম সাহস নয়,
বসলুম ওর এক-বেঞ্চিতে।
গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে,
কিছু মনে কোরো না,
সময় কোথা সময় নষ্ট করবার।
আমাকে নামতে হবে পরের স্টেশনেই,
দূরে যাবে তুমি,
দেখা হবে না আর কোনোদিনই।

তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে,
শুনব তোমার মুখে।
সত্য করে বলবে তো ?
আমি বললেম, বলব
বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধোল,
আমাদের গেছে যে দিন
একেবারেই কি গেছে ?
কিছুই কি নেই বাকি ?
একটুকু রইলেম চুপ করে,
তারপর বললেম,
“রাতের সব তারাই আছে
দিনের আলোর গভীরে”
খটকা লাগল,
কী জানি বানিয়ে বললেম না কি।
ও বললে থাক্‌, এখন যাও ও দিকে।
সবাই নেমে গেল পরের স্টেশনে,
আমি চললেম একা।

হঠাৎ দেখা বাংলা কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর :

Rail garir kamray hothat dekha
Bhabini shombhob hobe konodin
Agey oke bar-bar dekhechi lal ronger sharite,
dalim fuler moto ranga
Aaj poreche kaalo reshomer kapor,
anchol tuleche mathay
Dolon-chapar moto chikon gour mukh-khana ghirey
Amake namte hobe porer station-ei
Dure jabe tumi
Dekha hobe na aar kono-dini
Tai je proshnotar jobab etokal theme ache
shunbo tomar mukhe
Sotto kore bolbe to ?
Ami bolley bolbo
Bairer akasher dike takiye sudholo
Amader geche je din eke barei ki geche
Kichui ki nei baaki ?
Ektuku roilem chup kore Tarpor bollem,
‘Raater shob tarai ache Diner aalor gobhire’

Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *