Abar Ashibo Phire Lyrics (আবার আসিব ফিরে) Lopamudra Mitra


Abar Ashibo Phire Lyrics by Lopamudra Mitra

Abar Ashibo Phire Lyrics by Lopamudra Mitra :

Abar Ashibo Phire Lyrics Bengali Song Is Sung by Lopamudra Mitra. Same Song Is Used Shankhachil Bengali Movie And Song Is Sung by Rupankar Bagchi And Antara Chowdhury. Starring Prosenjit Chatterjee, Kushum Shikder And Shajbati. Abar Asibo Phire Poem Lyrics Are Written by Jibanananda Das, Popularly called Rupashi Banglar Kabi. Jibanananda Das is a Bengali Poet, Writer, Novelist and Essayist in the Bengali Language.

Song / Poem : Abar Ashibo Phire
Singer : Lopamudra Mitra
Lyricist : Jibanananda Das
Music : Arindam Banerjee

Abar Ashibo Phire Song Video :

Abar Ashibo Phire Song Lyrics In Bengali :

আবার আসিব ফিরে,
ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।
হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল
শালিখের বেশে,
আবার আসিবো ফিরে,
ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।

হয়তো ভোরের কাক হয়ে
হয়তো ভোরের কাক হয়ে,
এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব
আসিবো এ কাঁঠাল ছায়ায়।
আবার আসিব ফিরে,
ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।

হয়তো বা হাঁস হবো,
হাঁস হবো কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়,
সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা
জলে ভেসে ভেসে।
আবার আসিব আমি ফিরে,
আবার আসিব আমি ফিরে
বাংলার ক্ষেত মাঠ নদী ভালোবেসে।
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এই
এ সবুজ করুণ ডাঙ্গায়।
আবার আসিব ফিরে,
ধানসিড়িটির তীরে এই বাংলায়।

হয়তো দেখিবে চেয়ে
সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে,
হয়তো দেখিবে,
হয়তো শুনিবে
এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমূলের ডালে,
হয়তো শুনিবে।

হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক
উঠানের ঘাসে, ঘাসে,
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক
সাদা ছেঁড়া পালে ডিঙ্গা বায়।

রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে,
রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে
দেখিবে ধবল বক আসিতেছে নীড়ে।
আমারেই পাবে ইহাদের ভীড়ে
এ সবুজ করুণ ডাঙায়।

আবার আসিব ফিরে,
ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।
হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল
শালিখের বেশে,
আবার আসিব ফিরে,
ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।

আবার আসিব ফিরে লিরিক্স – জীবনানন্দ দাশ :
Abar ashibo phire dhanshiritir tire
ei banglay
Hoyto manush noy hoyto sankhachil
shaliker beshe
Abar Aasibo Phire Dhansiritir Tire
ei banglay
Hoyto ba bhorer kak hoye
Ei kartik-er nobanner e deshe
Kuyashar buke bhese ekdin ashibo
ashibo e kathal chayay
Hoyto khoi er dhan chorateche shishu ek
Uthaner ghase ghase
Rupsar ghola jole hoyto kishor ek
Sada chera paale dinga baay
Ranga megh satraye ondhokare
Dekhibe dhobol bok asiteche neere
Amarei pabe ihader bhire
E sobuj korun dangay
Abar asibo fire dhanshiritir tirey

Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *