Aadomer Sontaan Lyrics (আদমের সন্তান) Rupam Islam | Aami Album


Aadomer Sontaan Lyrics by Rupam Islam

Aadomer Sontaan Lyrics by Rupam Islam :

Aadomer Sontaan Song Is Sung by Rupam Islam from Aami Bengali Album With Amyt Datta. Adomer Sontan Lyrics In Bengali Written by Rupam Islam.

Song : Aadomer Sontaan
Album Name : Aami
Singer : Rupam Islam

Aadomer Sontaan Song Lyrics In Bengali :

আমি তো দেখিনি ভোর হওয়া কাকে বলে
শুনেও শুনিনি পাখিদের কলতান,
ঘুমিয়ে অথবা তাড়াহুড়োর সকালে
আসলে বাঁচেনি আদমের সন্তান।

আদম ক্রমে ক্রমে ঝাঁ চকচকে হল
ক্ষমতা বাড়ল লেজুড়ের লাগসই,
তবুও মাঝে মাঝে গহন এ একা মন
গাঝাড়া দিয়ে বলে একবার বাঁচবই।

ঝেড়ে ফেলে দিয়ে প্রযুক্তি ধুলোরাশি
বলি দিয়ে পিতা ইব্রাহিমের মতো,
আত্মীয়সম যা যা আমি ভালবাসি
আত্মীয়সম যা যা আমি ভালবাসি
নিবেদনে হই প্রকৃতির অনুগত।

কখনও ভাবিনি নিঃস্বতা কাকে বলে
আদমিকে ল্যাজে খেলাচ্ছে বিজ্ঞান,
কখনও যাইনি নিজের অন্তঃস্থলে
কখনও করিনি মিনিট পনেরো ধ্যান।

ধ্যানে বসলেই শরীর আলগা হয়
ব্যামে বসলেই শরীর আলগা হয়
শিথিল বিসমিল অঙ্গ তন্ত পেশী,
প্রশ্ন করে বসে যৌনতা কাকে বলে
তথাগত মনে সারল্য বড় বেশি।

শিশু তো জানে না যৌন রহস্য কী
নেই তার প্রাণ সৃষ্টির পূর্বঞ্জান,
এসব না জেনেও সেই মানুষের পিতা
অবলীলাক্রমে ওয়র্ডসওয়র্থ লিখে দেন।

রুশো বলেছেন শিশুদের ছেড়ে দাও
শিশু মিশে যাক মাঠে ফুলে জলে ঘাসে,
না থাক বরং শিশুকে স্কুলে পাঠাও
না থাক বরং শিশুকে স্কুলে পাঠাও
রাষ্ট্র ভরসা রাখে তার ক্রীতদাসে,
রাষ্ট্র ভরসা রাখে তার ক্রীতদাসে।

লাইন লাগানো অনুগত নাগরিক
অ্যালার্ম আর টুথপেস্টকেই ভোর ভাবো,
আমি তবু মাঝে মধ্যেই কবি হয়ে
ঝাড়া হাত পায়ে শৈশবে ফিরে যাবো।

আমি যা দেখিনি ভাবিনি শুনিনি আজ
অনুভব করে লিখব নতুন গান,
ইব্রাহিমের মতো ছুরি হাতে উদ্যত
স্বার্থপরের মতো বলি দিয়ে সন্তান।

আমি আজ একাকিত্বের মহারাজ
একাধারে অভীজ্ঞ আর নাদান,
আমিই আসলে যা যা দেখিনি সে সব
আমিই আসলে কবিদের অভিযান।

আদমের সন্তান লিরিক্স – রূপম ইসলাম :
Ami to dekhini bhor howa kake bole
Shuneo shunini pakhider kolotaan
Ghumiye othoba tarahuror sokale
Ashole bancheni Adomer Sontan
Adom krome krome jha chokchoke holo
Khomota barolo lejurer laagsoi
Tobuo majhe majhe gohone e eka mon
Gaa jhara diye bole ekbar banchboi

Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *