LATAI Song Lyrics (লাটাই) Bachchan – Jeet, Subhasree Ganguly


 

Latai song lyrics from Bachchan :

Latai song is sung by Vinod Rathod And Akriti Kakkar from Bachchan bengali movie. Featuring: Jeet and Subhasree Ganguly. Jotoi Ghuri Orao Raate Latai To Amar Haate Song Lyrics written by Raja Chanda And Music composed by Jeet Gannguli.

Song : Latai
Movie Name : Bachchan (2014)
Singer Name : Vinod Rathod And Akriti Kakkar
Music : Jeet Gannguli
Lyrics : Raja Chanda
Director : Raja Chanda
Music Label : T-Series

Latai song lyrics In Bengali :

ডিং ডিং ডিগানা রসের খাজানা
দেখি না কার কত দম।
থৈ থৈ রসেতে তোর ফুলটসেতে
সেজেছি মালাই চমচম।
নোনতা ঝালে, জিভ পোড়ালে
পড়েছো প্রেমের ফাঁদে এ এ এ এ
যতই ঘুড়ি ওড়াও রাতে,
লাটাই তো আমার হাতে,
আরে যতই ঘুড়ি ওড়াও রাতে,
লাটাই তো আমার হাতে।
ঢিঙ্কা চিকা চিকা চিকা
হা ঢিঙ্কা চিকা চিকা হা হা..

যৌবনের রঙ যেই ধরেছে
মৌমাছিদের মধু চাই,
নেশার ঘোরে রাত বিরাতে
হুল ফোটানোর ধান্দায়।
রাত পাহারা যতই থাকো
বয়ে গেছে আমার তাতে,
সুযোগ বুঝে সিঁদ কেটে রোজ
পাতবো রসের মৌ তাতে।

যতই ঘুড়ি ওড়াও রাতে,
হা যতই ঘুড়ি ওড়াও রাতে,
লাটাই তো আমার হাতে।
আরে যতই ঘুড়ি ওড়াও রাতে
লাটাই তো আমার হাতে।

হে হে হে হে.. হো হো হো হো..
দিনদুপুরে রসের নাগর
চুটকিতে বন গায়া চোর।
ইধার কা মাল করলো উধর,
সাট করে ওয়ান টু কা ফোর।
আরে দিল কি রাণী দিল কি ধড়কন
তোর সাথে এক মুলাকাতে
হচ্ছে গরম চোরা পকেট
পারবি কে আমায় আটকাতে।

হা যতই ঘুড়ি ওড়াস রাতে,
যতই ঘুড়ি ওড়াস রাতে
লাটাই তো আমার হাতে।
হা যতই ঘুড়ি ওড়াস রাতে
লাটাই তো আমার হাতে।

ডিং ডিং ডিগানা রসের খাজানা
দেখি না কার কত দম।
থৈ থৈ রসেতে তোর ফুলটসেতে
সেজেছি মালাই চমচম।
নোনতা ঝালে, জিভ পোড়ালে
পড়েছো প্রেমের ফাঁদে এ এ এ এ
যতই ঘুড়ি ওড়াও রাতে,
লাটাই তো আমার হাতে,
আরে যতই ঘুড়ি ওড়াও রাতে,
লাটাই তো আমার হাতে।
ঢিঙ্কা চিকা চিকা চিকা
হা ঢিঙ্কা চিকা চিকা হায় রে হায়।
ঢিঙ্কা চিকা চিকা চিকা
ঢিঙ্কা চিকা চিকা চিকা
ধুম্পা চিকা হা।

যতই ঘুড়ি ওড়াও রাতে লিরিক্স :

Ding ding digana Rosher khajana
Dekhi na kaar koto doom
Thoi thoi roshete tor fultosse-te
Sejechi malai chom chom
Nonta jhale jiv porale
Porecho premer fande

Jotoi ghuri orao rate
Latai to amar haate
Are Jotoi ghuri orao raate
Latai to amar haate
Dhinkachika chika chik chika

Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *