Amar Mawte (আমার মতে) Lyrics – Anupam Roy – Hemlock Society





Amar Mawte Lyrics In Bengali From Hemlock Society Movie. Amar Mote Bangla Song Lyrics written by Anupam Roy. The Song is Sung By Lopamudra Mitra And Rupankar Bagchi. Starring: Parambrata Chatterjee, Koel Mallick, Rupa Ganguly, Silajit Majumder, Saheb Chatterjee, Sabyasachi Chakrabarty And Others.

Film : Hemlock Society
Song Name : Amar Mote (আমার মতে)
Singers : Lopamudra Mitra & Rupankar Bagchi
Music and Lyrics: Anupam Roy
Direction, Script and Screenplay: Srijit Mukherji
Presenter : Shrikant Mohta & Mahendra Soni
Producer : Shree Venkatesh Films

Amar Mawte Lyrics In Bengali :

কতবার তোর আয়না ভেঙে চুরে,
ঘুরে তাকাই
আমার মতে তোর মতন কেউ নেই।
কতবার তোর কাঁচা আলোয় ভিজে,
গান শোনাই
আমার মতে তোর মতন কেউ নেই।

এই মৃত মহাদেশে রোদ্দুর বারবার,
এই মৃত মহাদেশে রোদ্দুর বারবার,
হয়ত নদীর কোন রেশ ..
রাখতে পারিনি অবশেষ।
অথবা খেলায় সব হাতগুলো হারবার
পরেও খেলেছি এক দান,
বুঝিনি কিসের এত টান।

কখনো চটি জামা ছেড়ে রেখে,
রাস্তায় এসে দাঁড়া
কখনো চটি জামা ছেড়ে রেখে,
রাস্তায় এসে দাঁড়া।

কতবার তোর আয়না ভেঙে চুরে,
ঘুরে তাকাই
আমার মতে তোর মতন কেউ নেই।
কতবার তোর কাঁচা আলোয় ভিজে,
গান শোনাই
আমার মতে তোর মতন কেউ নেই।

তোর বাড়ির পথ যুক্তির সৈন্য
যতটা লুকিয়ে কবিতায়,
তারও বেশী ধরা পড়ে যায়।
তোর উঠোন জুড়ে বিশাল অঙ্ক,
কষতে বারণ ছিলো তাই,
কিছুই বোঝা গেল না প্রায়।

কখনো চটি জামা ছেড়ে রেখে,
রাস্তায় এসে দাড়া
কখনো চটি জামা ছেড়ে রেখে,
রাস্তায় এসে দাড়া।

কতবার তোর আয়না ভেঙে চুরে,
ঘুরে তাকাই
আমার মতে তোর মতন কেউ নেই।
কতবার তোর কাঁচা আলোয় ভিজে,
গান শোনাই
আমার মতে তোর মতন কেউ নেই।

For Anupam Roy version from Dwitiyo Purush Bengali Album :

কতবার তোর বাড়ি গিয়ে ফিরে,
ফিরে এলাম
আমার মতে তোর মতন কেউ নেই।
কতবার তোর জানলা দিয়ে গলে, হলুদ-খাম
আমার মতে তোর মতন কেউ নেই।

তোর বাড়ির পথে সারি সারি সৈন্য
যতটা লুকিয়ে কবিতায়
তারও বেশি ধরা পড়ে যায়।

Kotobar tor aayna venge chure ghure takai
Aamar mawte tor moton keu nei
Kotobar tor kancha aaloy vije gaan shonai
Aamar mote tor moton keu nei
Tor barir pothe juktir soinyo
Jatota lukiye kobitay
Taro beshi dhora pore jay
Tor uthon jure bishal onkko
Koshte baron chilo tai..
Kichui bojha gelo na pray
Kokhono choti jama chere rekhe
rashtay ese daara
Kotobar tor ayna bhenge chure ghure takai
Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *